কক্সবাজার, ৭ আগস্ট, ২০২৫ (বাসস) : অবৈধ সম্পদ অর্জন ও ব্যাংকে সন্দেহজনক লেনদেনের অভিযোগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং এবং তার স্ত্রী মে হ্লা প্রূ-এর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) পৃথক দু’টি মামলা দায়ের করেছে।
দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ে আজ বৃহস্পতিবার মামলা দু’টি লিপিবদ্ধ করা হয়।
মামলা দু’টির অভিযোগে উল্লেখ করা হয়েছে, বীর বাহাদুর উ শৈ সিং অসংগতিপূর্ণভাবে ৯ কোটি ১৭ লাখ টাকার সম্পদ অর্জন করে ভোগদখল করছেন এবং ১৩টি ব্যাংক হিসাব থেকে ৫৮ কোটি ৪০ লাখ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। একইভাবে তার স্ত্রী মে হ্লা প্রূ অসদুপায়ে ৯ কোটি ৩৫ লাখ টাকার সম্পদ অর্জন এবং ৬টি ব্যাংকে ১৫ কোটি ৫৮ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের সঙ্গে জড়িত।
দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক অনিক বড়ুয়া বাবু জানান, মামলা দু’টির তদন্ত চলছে এবং প্রতিবেদন প্রস্তুত করা হবে। মামলায় স্বামী বীর বাহাদুরকে সহযোগী আসামি করা হয়েছে।