মানি লন্ডারিং মামলায় হাইকোর্টে খালাস পেলেন জি কে শামীম

বাসস
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ২০:০৭
গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীম।

ঢাকা, ৭ আগস্ট, ২০২৫(বাসস): মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় ১০ বছরের কারাদণ্ড থেকে হাইকোর্টের রায়ে খালাস পেয়েছেন গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীম।

সেই সাথে এই মামলায় চার বছরের কারাদণ্ড থেকে খালাস পেয়েছেন শামীমের সাত দেহরক্ষী। এই সাত দেহরক্ষী হলেন মুরাদ হোসেন, শহিদুল ইসলাম শরীফ, জাহিদুল ইসলাম, কামাল হোসেন, আমিনুল ইসলাম, সামসাদ হোসেন ও দেলোয়ার হোসেন।

এই মামলায় বিচারিক আদালতের দেওয়া দণ্ডাদেশের বিরুদ্ধে শামীম ও অপর সাতজনের করা আপিলের শুনানি শেষে সাজার রায় বাতিল করে বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি মো. যাবিদ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ এই রায় দেন। এই রায়ের ফলে জি কে শামীম ও তার দেহরক্ষীদের মুক্তিতে বাধা নেই বলে জানান তার আইনজীবী।

আদালতে জি কে শামীমের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. হেমায়েত উল্লাহ।

মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় ২০২৩ সালের ১৭ জুলাই রায় দেন ঢাকার বিশেষ জজ আদালত-১০। রায়ে শামীমকে ১০ বছর এবং অপর ৭ জনকে ৪ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

২০১৯ সালের ২০ সেপ্টেম্বর রাজধানীর গুলশানে নিজ কার্যালয় থেকে সাত দেহরক্ষীসহ শামীম গ্রেপ্তার হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পটুয়াখালীতে মণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা মুনির হোসেন
শ্রীপুরের প্রহলাদপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ
কাপ্তাই হ্রদে নৌকাডুবির ঘটনায় সেনাবাহিনীর উদ্ধার অভিযান
পিরোজপুরে জেলা প্রশাসকের মণ্ডপ পরিদর্শন ও উপহার প্রদান
কুয়াকাটায় মতবিনিময় সভা করলেন প্রেস কাউন্সিল চেয়ারম্যান
বাগেরহাটে দেবী দুর্গার বিদায়ে ভক্তদের চোখে জল
নিম্নচাপে বিপর্যস্ত কুয়াকাটা, পর্যটকরা হোটেলবন্দী
তরুণ প্রজন্মই বিএনপির আগামীর প্রধান শক্তি : ব্যারিস্টার রুহুল কুদ্দুস 
রূপগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি নেতৃবৃন্দ
হবিগঞ্জের বানিয়াচংয়ে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ
১০