কাজী রকিবউদ্দীনসহ সাবেক ১২ নির্বাচন কমিশনারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বাসস
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ২১:৪২

ঢাকা, ৭ আগস্ট, ২০২৫ (বাসস): সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমেদসহ  সাবেক ১২ নির্বাচন কমিশনার দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

অন্যায়ভাবে প্রভাব খাটিয়ে প্রহসনের নির্বাচন পরিচালনার অভিযোগে শেরেবাংলা নগর থানার দায়ের করা মামলায় তাদের এ নিষেধাজ্ঞা দেন আদালত।

আজ মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম এ আদেশ দেন।

শেরেবাংলা নগর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিষেধাজ্ঞা দেওয়া অন্যরা হলেন- সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হাফিজ,

বিগ্রেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী, মো. শাহ নেওয়াজ, মোহাম্মদ সাদিক, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম, বিগ্রেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী (অব.),বিগ্রেডিয়ার জেনারেল, মো. আহসান হাবিব খান (অব.), মো. আলমগীর ও মো. আনিছুর রহমান।

এছাড়াও এ তালিকায় আছেন  নির্বাচন কমিশন সচিবালয়ের সাবেক সচিব হেলালুদ্দীন আহমদ।

গত ২২ জুন শেরেবাংলা নগর থানায় দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচন পরিচালনাকারী কাজী রকিবউদ্দীন আহমদ, কে এম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল কমিশনের বিরুদ্ধে বাদী হয়ে মামলা দায়ের করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাহউদ্দিন খান।  মামলায় সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারসহ ২৪ জনকে আসামি করা হয়েছে। 

পরবর্তীতে গত ২৫ জুন এ মামলায় নতুন করে রাষ্ট্রদ্রোহ, প্রতারণা ও অর্থ আত্মসাতের ধারা যুক্ত করা হয়।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি প্রদান
সৌদি আরবে অপহরণ, দেশে মুক্তিপণ আদায় চক্রের সদস্য গ্রেফতার
কমোডিটি এক্সচেঞ্জ চালু করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১
সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
রাজধানীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও যানজট নিরসনে ডিএমপির বিশেষ অভিযান
ঢাবির জগন্নাথ হলে সংহতির বাংলাদেশ নাইট ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধন
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৪ মাসে এডিপি বাস্তবায়ন সামান্য বৃদ্ধি
অক্টোবর মাসে ডিএমপির সেরা হলেন যারা
বাংলাদেশে প্রথম জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রস্তুতি মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ 
১০