ঢাকা মহানগর উত্তরে ‘আপ বাংলাদেশ’র কমিটি ঘোষণা

বাসস
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১৯:০৮

ঢাকা, ১৪ আগস্ট, ২০২৫ (বাসস) : আহমদ করিম চৌধুরী আহ্বায়ক ও নাকিবুর রহমানকে সদস্য সচিব করে ঢাকা মহানগর উত্তরে ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) ১৮২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।  

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটি এ তথ্য জানিয়েছে। এতে যুগ্ম-আহ্বায়ক হিসেবে আছেন- নুসরাত জাহান জেরিন, সৈয়দ রাগীব হাসান, সাব্বির আহমেদ রোদ, আল মামুন খান, মনিরুজ্জামান, মো. জাহিদ রেজানূর, মো. হাসিব আল হাসান আল ফাত্তাহ, ওমর ফারুক, এ কে এম শাহীদুল ইসলাম চৌধুরী সুনীল, মো. ইস্কান্দার মির্জা ও মো. কাউছার আলী।

যুগ্ম সদস্য সচিব হিসেবে আবদুল ওহাব, মুতাসিম বিল্লাহ মুনিব, মো আনিছুর রহমান, মুহাম্মদ নাঈম হাসানাত, মো. সাগর পাটোয়ারী, সালেহ আহমেদ ফাহিম, কলি আক্তার, শওকত ইমরান, ইশতিয়াক আহমেদ মন্ডল, এস এম রকিবুল ইসলাম, আব্দুল আলিম, মোস্তাকিম আহামেদ, আসাদুজ্জামান রাব্বি, মো. আতিকুল ইসলাম ও আবিদুর রহমান মাসুমের নাম ঘোষণা করা হয়েছে।

কমিটি গঠনের প্রস্তাবনা দেন- সংগঠনের প্রধান সংগঠক নাঈম আহমাদ এবং অনুমোদন করেন কেন্দ্রীয় আহ্বায়ক আলী আহসান জুনায়েদ এবং কেন্দ্রীয় সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ।

কমিটি গঠনের বিষয়ে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, ‘আমরা এমন এক রাজনৈতিক ধারা গড়ে তুলতে চাই, যেখানে নাগরিকরা কেবল ভোটার নয়, নীতি ও সিদ্ধান্ত গ্রহণের অংশীদার হবেন। তরুণদের উদ্যম ও জনগণের অভিজ্ঞতা মিলিয়ে আমরা দুর্বৃত্তায়নমুক্ত বিকল্প রাজনীতির পথে হাঁটতে চাই।’

নতুন আহ্বায়ক কমিটি ঢাকা মহানগর উত্তরের ওয়ার্ড, থানা ও অঞ্চলভিত্তিক কাঠামো গড়ে তুলতে কাজ করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যৌথ বাহিনীর অভিযানে গত এক সপ্তাহে সারা দেশে আটক ৭০
ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৫২ জন হাসপাতালে ভর্তি 
ঝিলমিল আবাসিক প্রকল্পে ১৫ চালকের নামে প্লট বরাদ্দ বাতিল
ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ পেয়েছে ১৫৯ জন বাংলাদেশি
বর্তমানে দেশের মোট ভূমির ৫৯.৭ শতাংশ কৃষি জমি : ভূমি সচিব
সরকার উৎখাতের ষড়যন্ত্র : হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জশিট ও গ্রেফতারি পরোয়ানা 
অফিসার্স মিলিটারি পুলিশ কোর্সের প্রশিক্ষণার্থীদের ডিএমপি সদর দপ্তর পরিদর্শন
হাওর অঞ্চলে কৃষিখাতে বালাইনাশকের ব্যবহার নিয়ন্ত্রণে জাতীয় কমিটির প্রথম সভা 
সিলেটে জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাসব্যাপী ফ্রি চক্ষুসেবা কার্যক্রম শুরু
সিরিয়ার ইদলিবে বিস্ফোরণে নিহত ২
১০