সিরিয়ার ইদলিবে বিস্ফোরণে নিহত ২

বাসস
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ২০:৩০

ঢাকা, ১৪ আগস্ট, ২০২৫ (বাসস): সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে বিস্ফোরণে আজ বৃহস্পতিবার দুজন নিহত হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এই বিস্ফোরণের কারণ শনাক্ত করা যায়নি।

দামেস্ক থেকে এএফপি এ খবর জানায়।

ইদলিবের স্থানীয় বাসিন্দারা এএফপিকে জানান, তারা বিস্ফোরণের শব্দ শুনেছেন।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, ইদলিবে একটি বিস্ফোরণ ঘটেছে। তবে এর কারণ এখনো অজানা।

ইদলিবের স্বাস্থ্য বিভাগের বরাতে রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, দুজন নিহত এবং আরো চারজন আহত হয়েছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, অ-সিরীয় যোদ্ধাদের একটি ঘাঁটিতে বিস্ফোরণটি ঘটেছে। বিস্ফোরণের পর আকাশে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে এতে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গত মাসের শেষের দিকে ইদলিব প্রদেশে সিরিজ বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত এবং শতাধিক ব্যক্তি আহত হয়েছে বলে ওই সময় জানিয়েছিল সিরিয়ান অবজারভেটরি।

এদিকে সিরিয়ার আলাউইতদের হত্যার ঘটনায় জাতিসংঘের একটি তদন্ত কমিশন আজ বৃহস্পতিবার বলেছে, সরকারি বাহিনী এবং মিত্র গোষ্ঠীগুলোর দ্বারা সংঘটিত সহিংসতা নথিভুক্ত হয়েছে। সেখানকার কিছু কাজ যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।

গত মার্চে সিরিয়ার ইসলামপন্থি শাসকদের অনুগত নিরাপত্তা বাহিনী ও বন্দুকধারীদের সঙ্গে সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের আলাউইত সম্প্রদায়ের যোদ্ধাদের মধ্যে তুমুল সংঘর্ষে ১৭ শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। সেসময় বেশিরভাগ ধর্মীয় সংখ্যালঘু আলাউইত সম্প্রদায়ের বেসামরিক লোক প্রাণ হারান।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা আইনের শাসন প্রতিষ্ঠা করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শিক্ষা সংস্কারে ছাত্রশিবিরের ৩০ দফা প্রস্তাবনা
শ্রম আইন সংস্কার ও জিএসপি নিয়ে ইইউ প্রতিনিধিদলের সঙ্গে বিজিএমইএ’র বৈঠক
ঢাবিতে ছাত্র রাজনীতির সমন্বিত রূপরেখা প্রণয়নে কমিটি গঠন
শহীদ জননী খাতেমুন্নেসা খানমের মৃত্যুবার্ষিকীতে জনতার দলের দোয়া মাহফিল
পররাষ্ট্র মন্ত্রণালয়ে লিগ্যাল নোটিশ পাঠাবে সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার
রাজশাহীর বাঘায় বন্যা কবলিত দুটি বিদ্যালয়ে ৮ দিনের ছুটি ঘোষণা
মিরপুরে পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের গ্র্যান্ড কল্যাণ সভা অনুষ্ঠিত
ট্রাম্প-পুতিন বৈঠকের আগে ইউক্রেনের আরো ভূমি দখলের দাবি রাশিয়ার
ভারতের কাশ্মীরে পাহাড়ি গ্রামে বন্যায় নিহত ৩৪
ড. ইউনূসের সফরে কৌশলগত সম্পর্ক জোরদার হয়েছে : মালয়েশিয়ার মন্ত্রী
১০