জামালপুর, ১৬ আগস্ট, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব এ এস এম আব্দুল হালিম বলেছেন, বিএনপি সবসময় একটি সম্প্রীতির বাংলাদেশ গড়তে চায়।
তিনি আরো বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এমন একটি দেশ গড়তে চায়, যেখানে মানুষ ধর্মীয় স্বাধীনতা ভোগ করতে পারবে।’ তিনি সবাইকে হিংসা-বিদ্বেষ ভুলে ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
আজ শনিবার সকালে জেলার ইসলামপুর উপজেলা কেন্দ্রীয় মন্দিরে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান জন্মাষ্টমী-ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে এ এস এম আব্দুল হালিম এসব কথা বলেন।
ইসলামপুর কেন্দ্রীয় মন্দিরের সভাপতি কার্তিক চন্দ্র দত্ত, সাধারণ সম্পাদক তাপস চন্দ্র সেন ও পুরোহিত আশুতোষ চন্দ্র গোস্বামীসহ অন্যরা উপস্থিত ছিলেন।