ঢাকা, ১৭ আগস্ট, ২০২৫ (বাসস) : রাজধানীর মালিবাগ মোড়ে অবস্থিত হোসাফ শপিং কমপ্লেক্সে আগুন নিয়ন্ত্রণে।
আজ রোববার দুপুর ১টার দিকে শপিং কমপ্লেক্সের চতুর্থ তলায় এসিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানিয়েছে আগুনের খবর পেয়ে দুইটি টিম দুপুর ১টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছিয়ে আগুনের ধুয়া সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয় জনতা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোনো ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যায়নি।