খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে এতিমদের মাঝে ঢাকা কলেজ ছাত্রদলের খাবার বিতরণ

বাসস
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১৯:১১
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে এতিমদের মাঝে ঢাকা কলেজ ছাত্রদলের খাবার বিতরণ। ছবি : বাসস

ঢাকা, ১৭ আগস্ট, ২০২৫ (বাসস) : বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে এতিম ছাত্রদের নিয়ে খাবার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজ শাখার নেতাকর্মীরা। 

এসময় বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।

গতকাল হাজারীবাগ তাহযীবুল উম্মাহ আশরাফুল মালা মাদ্রাসা ও এতিম খানায় এ আয়োজন করা হয়। এতে অর্ধশতাধিক এতিম হাফেজ শিশু ও সংশ্লিষ্টদের রাতের খাবার পরিবেশন করা হয়।

আয়োজনে সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনা দেন ঢাকা কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক জামাল আহমেদ জেনিন। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ফ্যাসিস্ট হাসিনা সরকারের রোশনালে মিথ্যা মামলায় ২০১৮ সালে কারাবরণ করেন। দীর্ঘ প্রায় দুই বছর কারাগারে থাকা অবস্থায় চিকিৎসার অভাবে তিনি বিভিন্ন রোগে আক্রান্ত হন, আজ পর্যন্ত তিনি পরিপূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেননি। বাংলাদেশ এবং খালেদা জিয়া একে অপরের পরিপূরক।

তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে এতিম হাফেজ ছাত্রদের নিয়ে খাবার ও দোয়ার আয়োজন করে সকলের কাছে দোয়া কামনা করা হয় যাতে করে তিনি  দ্রুত পরিপূর্ণ সুস্থ হয়ে দেশগঠনে ভূমিকা রাখতে পারেন।

ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মেহেদী হাসান বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে জিয়া পরিবার। তাদের ত্যাগের কাছে আমরা কিছুই না। বাংলাদেশ ও দেশের জনগণের জন্য বেগম জিয়া ৮০ বছর বয়সেও জেল খেটেছে। আমি আলেম ও হাফেজ সমাজসহ দেশবাসী সকলের কাছে দোয়া প্রত্যাশা করছি।

নেতাকর্মীরা দেশবাসীর প্রতি বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মহিব্বুলাহ আল মুরাদ, যুগ্ম-আহ্বায়ক এইচ.এম মনির, আহ্বায়ক সদস্য বুলবুল আহমেদ রাফি, ইমরান খান-সহ হল পর্যায়ের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬২৯ জন
দেশ যেন চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে : তারেক রহমান 
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় নাসির উদ্দীন গ্রেফতার
মাদ্রাসা ও কারিগরি অধিদপ্তরে নতুন মহাপরিচালক নিয়োগ
বান্দরবানে অজগর উদ্ধার, বনাঞ্চলে অবমুক্ত
ইউক্রেন যুদ্ধ নিয়ে সোমবারের বৈঠক ‘ফলপ্রসূ’ হবে, আশাবাদ মার্কিন দূত উইটকফের 
ভোলায় উপকূলের নদনদী উত্তাল, ২০ রুটে লঞ্চ চলাচল বন্ধ  
পাওয়ার হিটিং ক্লাসে উডের ‘প্রো-ভেলোসিটি ব্যাট’
সাতক্ষীরায় ভোমরা স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু
রোহিঙ্গা সংকট সমাধানে কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক সম্মেলন
১০