ঢাকা, ১৮ আগস্ট, ২০২৫ (বাসস) : গাজীপুরে ২০১৬ সালে ‘জঙ্গি নাটক সাজিয়ে’ সাত জনকে হত্যা করা হয়। এ ঘটনায় সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ পাঁচজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ সোমবার এই আদেশ দেন।
প্রসিকিউশন সূত্র জানায়, ২০১৬ সালের অক্টোবরে দেশের বিভিন্ন এলাকা থেকে সাত তরুণকে ধরে গাজীপুরের একটি বাসায় আটকে রাখা হয়। পরে বাইরে থেকে দরজা তালাবদ্ধ করে ‘জঙ্গি নাটক সাজিয়ে’ গুলি করে তাদের হত্যা করা হয়। ওই ঘটনায় নিহত মাদ্রাসাছাত্র ইব্রাহিমের বাবা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেন।
প্রাথমিক তদন্ত শেষে তৎকালীন স্পেশাল ব্রাঞ্চ (এসবি) প্রধান ও সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করা হয়। সে আবেদনের ভিত্তিতে ট্রাইব্যুনাল আজ সোমবার গ্রেফতারি পরোয়ানার আদেশ দেন।
ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামীম।