হাসিনার সাবেক সামরিক সচিব মিয়াজীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

বাসস
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ১৮:৪০
ঝিনাইদাহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য সালাহ উদ্দিন মিয়াজী। ছবি: সংগৃহীত

ঢাকা, ১৯ আগস্ট, ২০২৫ (বাসস) : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সামরিক সচিব ও ঝিনাইদাহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) মো. সালাহ উদ্দিন মিয়াজী, তার স্ত্রী নাজমা বেগম, মেয়ে সামিহা শবনম ও রাইয়া শবনম মিয়াজীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন ঢাকার একটি আদালত।

দুদকের আবেদনের ভিত্তিতে আজ মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম এ তথ্য জানান।

আবেদনে বলা হয়েছে, মেজর জেনারেল (অব.) মো. সালাহ উদ্দিন মিয়াজীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির মাধ্যমে ভূমিহীন ও সাধারণ মানুষের জমি দখলপূর্বক যশোর জেলার চাঁচরা ইউনিয়নে ৪০০ বিঘা জমির ওপর পার্ক নির্মাণ ও দেশের বিভিন্ন স্থানে শত শত বিঘা জমি দখলসহ নিজ নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য অনুসন্ধান দল গঠন করা হয়েছে। 

অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়, অভিযুক্ত মেজর জেনারেল (অব.) মো. সালাহ উদ্দিন মিয়াজী এবং তার পরিবারের সদস্যরা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করার চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। বিধায় অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিগণের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা একান্ত প্রয়োজন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডেনমার্কে রহস্যময় ড্রোনকে কেন্দ্র করে প্রতিরক্ষা জোরদারের পরিকল্পনা ইইউ নেতাদের
কুমিল্লার দেবিদ্বারে ডাকাতির প্রস্তুতিকালে ১৪ ডাকাত গ্রেফতার
বগুড়ায় যুবদল নেতা রাহুল হত্যার মূল আসামি গ্রেপ্তার
আলিয়া মাদ্রাসার মাঠ ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে : শিক্ষা উপদেষ্টা
যুক্তরাষ্ট্রে বাজেট সমঝোতা ব্যর্থ, শাটডাউন শুরু হচ্ছে
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া জামিন সংক্রান্ত বক্তব্য আইজিপি’র নয় : পুলিশ হেডকোয়ার্টার্স
সাটুরিয়ায় পূজামণ্ডপ পরিদর্শন বিএনপি নেতাদের
বিশ্ব শিশু দিবসে গণঅভ্যুত্থানে শহীদ শিশুদের পরিবারকে সম্মাননা
কুমিল্লায় বিপুল পরিমাণ ভারতীয় বাজি জব্দ
জাতীয় বেতন কমিশনের ৪টি প্রশ্নমালা উন্মুক্ত
১০