বনানীর সিসা বারে ছুরিকাঘাতে যুবক হত্যা: গ্রেফতার ৪ জন রিমান্ডে

বাসস
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ১৯:০৮
ফাইল ছবি

ঢাকা, ১৯ আগস্ট,  ২০২৫ (বাসস): রাজধানীর বনানী এলাকায় ‘৩৬০ ডিগ্রি’ নামের  সিসা বার থেকে নামার সময় ভবনের সিঁড়িতে রাহাত হোসেন রাব্বি নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগে করা মামলায়  গ্রেফতার ৪ জনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

রিমান্ডকৃতরা হলেন-মো. মীর হোসেন (২২), মো. ফজলে রাব্বী (২৪), সাব্বির আহমেদ সুমন (৩০) ও আরাফাত ইসলাম ফাহিম (২৭)।

আজ ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ১৫ আগস্ট বনানী এলাকা থেকে এই ৪ আসামিকে গ্রেফতার করে পুলিশ। সেদিনই  আদালত গ্রেফতার ৪ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের ৭ দিনের রিমান্ড  আবেদন করেন। আদালত শুনানির জন্য আজ মঙ্গলবার দিন ধার্য করেন।

গত ১৬ আগস্ট প্রধান আসামি আব্দুল মালেক মুন্নার তিন দিন ও মাকসুদুর রহমান হামজার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিন।

গত ১৪ আগস্ট ভোর সাড়ে ৫টার দিকে ‘৩৬০ ডিগ্রি’ নামের ওই সিসা বার থেকে নামার সময় ভবনের সিঁড়িতে রাহাত হোসেন রাব্বিকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।এ ঘটনায় গত ১৫ আগস্ট রাব্বির বাবা রবিউল আউয়াল বাদী হয়ে বনানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডেনমার্কে রহস্যময় ড্রোনকে কেন্দ্র করে প্রতিরক্ষা জোরদারের পরিকল্পনা ইইউ নেতাদের
কুমিল্লার দেবিদ্বারে ডাকাতির প্রস্তুতিকালে ১৪ ডাকাত গ্রেফতার
বগুড়ায় যুবদল নেতা রাহুল হত্যার মূল আসামি গ্রেপ্তার
আলিয়া মাদ্রাসার মাঠ ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে : শিক্ষা উপদেষ্টা
যুক্তরাষ্ট্রে বাজেট সমঝোতা ব্যর্থ, শাটডাউন শুরু হচ্ছে
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া জামিন সংক্রান্ত বক্তব্য আইজিপি’র নয় : পুলিশ হেডকোয়ার্টার্স
সাটুরিয়ায় পূজামণ্ডপ পরিদর্শন বিএনপি নেতাদের
বিশ্ব শিশু দিবসে গণঅভ্যুত্থানে শহীদ শিশুদের পরিবারকে সম্মাননা
কুমিল্লায় বিপুল পরিমাণ ভারতীয় বাজি জব্দ
জাতীয় বেতন কমিশনের ৪টি প্রশ্নমালা উন্মুক্ত
১০