পুরোনো ভিডিও ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট

বাসস
প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ১৩:৩২

ঢাকা, ২০ আগস্ট, ২০২৫ (বাসস) : ভিন্ন ঘটনার পুরোনো ভিডিওকে আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলের পৈতৃক বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের দৃশ্য দাবি করে ইন্টারনেটে ছড়ানো হচ্ছে; যা মিথ্যা বলে শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, অধ্যাপক ড. আসিফ নজরুলের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের দাবিটি মিথ্যা। ছড়ানো ভিডিওটি পুরোনো।

বাংলাফ্যাক্ট জানায়, আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তরা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বলে দাবি করা একটি ভিডিও সম্প্রতি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, আসিফ নজরুলের পৈতৃক বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করার দাবিটি সত্য নয়। 
প্রকৃতপক্ষে, গত ৬ ফেব্রুয়ারি কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আ ক এম বাহাউদ্দিন বাহারের বাড়িতে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এটি সেই ঘটনার দৃশ্য।

বাংলফ্যাক্ট আরো জানায়, আলোচিত ভিডিওটি থেকে কিছু স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে গণমাধ্যম প্রতিষ্ঠান জাগোনিউজ টুয়েন্টিফোরের ইউটিউব চ্যানেলে ৬ ফেব্রুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদনে একই দৃশ্য পাওয়া যায়। এ প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বাড়িতে ছাত্র-জনতা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

দ্য ডেইলি স্টার, দেশ টিভি ও দৈনিক ইত্তেফাকসহ একাধিক গণমাধ্যমে ৬ ফেব্রুয়ারি প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়। 

তাছাড়া, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো বিশ্বস্ত সূত্রে উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের পৈতৃক বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, ভিন্ন ঘটনার পুরোনো ভিডিওকে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের পৈতৃক বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের দৃশ্য দাবি করে ইন্টারনেটে ছড়ানো হচ্ছে; যা মিথ্যা।

বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ ও জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পঞ্চগড়ে ধর্ষণ চেষ্টার মামলায় শিক্ষকের ১০ বছরের কারাদণ্ড
টাঙ্গাইলে অবৈধ বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে জরিমানা 
ডেঙ্গু আক্রান্ত ২ জনের মৃত্যু: হাসপাতালে ভর্তি ৬২৫ জন 
হুন্ডি ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে : মেয়র ডা. শাহাদাত হোসেন
ক্যাডার কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণের মেয়াদ ৪ মাস নির্ধারণ
বেরোবিতে গবেষণা পদ্ধতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
৪৯তম বিশেষ বিসিএসের এমসিকিউ পরীক্ষা ১০ অক্টোবর থেকে
পোল্যান্ডের আকাশে ড্রোন মোকাবিলায় ন্যাটোর সহায়তা
চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত ৪৩, চিকুনগুনিয়ায় ২৯
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,২৬০ মামলা
১০