ঢাকা, ২১ আগস্ট, ২০২৫ (বাসস) : দেশে প্রথমবারের মতো রাজধানীর সড়ক ভবনে ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার (টিএমসি) উদ্বোধন করা হয়েছে। এটি যানজট হ্রাস, সড়কে নিরাপত্তা বৃদ্ধি এবং জাতীয় মহাসড়কে আরও কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে স্থাপন করা হয়েছে।
কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (কোইকা) অর্থায়নে ‘ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম (আইটিএস) প্রবর্তনের মাধ্যমে বাংলাদেশের জাতীয় মহাসড়ক করিডোরের নির্ভরযোগ্যতা ও সড়ক নিরাপত্তা বৃদ্ধি (২০২০-২০২৫)’ শীর্ষক প্রকল্পের আওতায় এ কেন্দ্র স্থাপন করা হয়। এ প্রকল্পের জন্য ৮.৯৩ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দিয়েছে কোইকা।
প্রথম ধাপে পদ্মা সেতুর সঙ্গে সংযুক্ত গুরুত্বপূর্ণ সড়ক ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে (এন৮)-কে আওতাভুক্ত করে টিএমসি কার্যক্রম শুরু হয়েছে। উন্নত আইটিএস প্রযুক্তি ব্যবহার করে সেন্টারটি রিয়েল-টাইম ট্রাফিক পর্যবেক্ষণ, গতিবেগ নজরদারি, তথ্য বিশ্লেষণ এবং দুর্ঘটনা ব্যবস্থাপনা করতে পারবে।
আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল বুধবার এক অনুষ্ঠানে এ সেন্টার উদ্বোধন করা হয়। এতে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক প্রধান অতিথি এবং সেতু বিভাগ সচিব মোহাম্মদ আবদুর রউফ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে - কোইকা বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর জিহুন কিম, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান, বিআরটিএ’র চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ, সড়ক ও জনপথ অধিদপ্তর, কোরিয়া এক্সপ্রেসওয়ে কর্পোরেশন এবং বাংলাদেশ হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত পার্ক বলেন, বাংলাদেশের টেকসই অবকাঠামো ও সংযোগ প্রকল্পে সহায়তা করতে পেরে গর্বিত।
সেতু বিভাগ সচিব মোহাম্মদ আবদুর রউফ টিএমসিকে সড়ক নিরাপত্তা ও পরিবহন আধুনিকায়নে একটি ঐতিহাসিক অর্জন উল্লেখ করে বলেন, এটি মহাসড়ক ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ জানান, এ সিস্টেমটি ধীরে ধীরে যানবাহন পরিদর্শন ও চালক ডাটাবেজের সঙ্গে একীভূত করা সম্ভব হবে, যা সড়ক নিরাপত্তা আইন প্রয়োগ ও বিধিনিষেধ মেনে চলার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবে।