দেশের সকল প্রধান নদ ও নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে

বাসস
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ২০:০৮
ফাইল ছবি

ঢাকা, ২৪ আগস্ট, ২০২৫ (বাসস): দেশের সকল প্রধান নদ ও নদীর পানি সমতল বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় স্থিতিশীল আছে। যা আগামী ৫ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

অপরদিকে, গঙ্গা নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় হ্রাস পেয়েছে, পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল আছে, এসব নদীর পানি সমতল আগামী ৫ দিন কমতে পারে।

আজ বৃষ্টিপাত ও নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাস সম্পর্কে বলা হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। আগামীকালের মধ্যে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় আরো একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উজানে ভারতে কোন উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগামী ৭২ ঘণ্টা (২৪ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত) দেশের অভ্যন্তরে সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে এবং উজানে ভারতের মেঘালয়, আসাম ও ত্রিপুরা প্রদেশে মাঝারি থেকে মাঝারি ধরনের ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে যে, চট্টগ্রাম বিভাগের মুহুরী, সেলোনিয়া, ফেনী, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি সমতল বেড়েছে। অপরদিকে গোমতী, নোয়াখালী খাল, রহমতখালি খাল নদীর পানি সমতল স্থিতিশীল রয়েছে এবং বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ২৪ ঘণ্টা এসব নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এসময়ে ফেনী, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

সিলেট ও ময়মনসিংহ বিভাগের সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন, যাদুকাটা, মনু, ধলাই ও খোয়াই নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় হ্রাস পেয়েছে, যা আগামী ৩ দিন পর্যন্ত অব্যাগত থাকতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বসনিয়ার নার্সিং হোমে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু 
যুক্তরাষ্ট্রে কার্গো বিমান বিধ্বস্ত: নিহত অন্তত ৩ 
নিরাপত্তা নিশ্চিত করার পর ওয়াশিংটনের রিগ্যান জাতীয় বিমানবন্দরে ফ্লাইট চলাচল পুনরায় শুরু
রামপালে বিএনপি’র সভা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিন কর্মী নিহত
তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে বিএনপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় 
বগুড়ায় তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ
পটিয়ায় রাস মহোৎসবে বিএনপি মনোনীত প্রার্থী এনাম
ভুয়া প্রেস বিজ্ঞপ্তির বিষয়ে নেতাকর্মীদের বিভ্রান্ত না হতে রিজভীর অনুরোধ
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
১০