দেশের সকল প্রধান নদ ও নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে

বাসস
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ২০:০৮
ফাইল ছবি

ঢাকা, ২৪ আগস্ট, ২০২৫ (বাসস): দেশের সকল প্রধান নদ ও নদীর পানি সমতল বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় স্থিতিশীল আছে। যা আগামী ৫ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

অপরদিকে, গঙ্গা নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় হ্রাস পেয়েছে, পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল আছে, এসব নদীর পানি সমতল আগামী ৫ দিন কমতে পারে।

আজ বৃষ্টিপাত ও নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাস সম্পর্কে বলা হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। আগামীকালের মধ্যে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় আরো একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উজানে ভারতে কোন উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগামী ৭২ ঘণ্টা (২৪ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত) দেশের অভ্যন্তরে সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে এবং উজানে ভারতের মেঘালয়, আসাম ও ত্রিপুরা প্রদেশে মাঝারি থেকে মাঝারি ধরনের ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে যে, চট্টগ্রাম বিভাগের মুহুরী, সেলোনিয়া, ফেনী, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি সমতল বেড়েছে। অপরদিকে গোমতী, নোয়াখালী খাল, রহমতখালি খাল নদীর পানি সমতল স্থিতিশীল রয়েছে এবং বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ২৪ ঘণ্টা এসব নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এসময়ে ফেনী, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

সিলেট ও ময়মনসিংহ বিভাগের সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন, যাদুকাটা, মনু, ধলাই ও খোয়াই নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় হ্রাস পেয়েছে, যা আগামী ৩ দিন পর্যন্ত অব্যাগত থাকতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নাইজেরিয়ায় বিয়ের বাস দুর্ঘটনায় ১৯ নারী ও শিশু নিহত
আমরা জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের জন্য প্রস্তুত: সালাহউদ্দিন আহমেদ 
দুধ আমদানি কমাতে সারাদেশে চিলিং পয়েন্ট স্থাপন করা হবে : ফরিদা আখতার
ভারতে হাসিনা-এস আলম গ্রুপের প্রধানের বৈঠক নিয়ে বিএনপির উদ্বেগ 
বাণিজ্য ঘাটতি কমাতে পারলে মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক হ্রাসের সম্ভাবনা রয়েছে : বাণিজ্য উপদেষ্টা
ইজি বাইকে পূর্ণ যাত্রী বহন করলে যানজট কমবে, বিদ্যুৎ সাশ্রয় হবে : গবেষণা
বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩০.৫৯ বিলিয়ন ডলার
কাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষে প্রথম রিলিজ স্লিপের ফল প্রকাশ
গণতন্ত্র ও লিঙ্গসমতার ওপর গুরুত্বারোপ তারেক রহমানের
সংশোধনী আসছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড আইনে, মতামত চেয়েছে মন্ত্রণালয়
১০