ময়মনসিংহে কলেজছাত্র হত্যায় পাঁচজনের যাবজ্জীবন

বাসস
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ১৮:২৯

ময়মনসিংহ, ২৫ আগস্ট ২০২৫ (বাসস): ময়মনসিংহে কলেজছাত্র ইব্রাহিম খলিল হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। 

একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপরাধ প্রমাণিত না হওয়ায় দুইজনকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আজ সোমবার দুপুরে বিশেষ দায়রা জজ ফারহানা ফেরদৌস রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট মো. রেজাউল করিম দুলাল তথ্য নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্তরা হলেন, নগরীর পাটগুদাম কাশবন এলাকার নিশাদ, খোরশেদ, তুষার, সবুজ ও প্যারিস ডায়মন্ড। খোরশেদ পলাতক। সাদ্দাম ও পাভেল নামের দুইজনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, গফরগাঁও উপজেলার রৌহা মধ্যপাড়ার মাওলানা জালাল উদ্দিনের ছেলে ইব্রাহিম খলিল ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। 

২০১৮ সালের ১৮ জানুয়ারি রাতে বাবার জন্য ওষুধ কিনতে বের হলে কেওয়াটখালি এলাকায় ছিনতাইকারীরা তার কাছ থেকে মোবাইল ফোনসহ নগদ টাকা ছিনিয়ে নেয়। পরে বাকবিতন্ডা ও ধস্তাধস্তি শুরু হলে একপর্যায়ে ছিনতাইকারীরা খলিলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরদিন খলিলের ভগ্নিপতি সারোয়ার হোসেন কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন।

আসামি পক্ষে আইনজীবী ছিলেন এডভোকেট মো. আকরাম হোসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ-চীন কৃষিপণ্য বাণিজ্যিকীকরণ সহযোগিতা বিষয়ক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
রাজবাড়ীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ নিয়েছে : বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা
ডুবন্ত ফিশিং বোট থেকে ছয় জেলেকে জীবিত উদ্ধার
পুলিশের ১৮ জন অতিরিক্ত আইজিকে বদলি
পঞ্চগড়ে দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চার দালাল আটক
বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার
ড্যাব ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক পদে ডাঃ ফারুক আহমেদকে দায়িত্ব প্রদান
হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ
দুদকের চার অভিযানে অনিয়ম ও দুর্নীতির নানা চিত্র উদঘাটন
১০