সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে কাঁকড়া জব্দ

বাসস
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ১৪:৪৫
সুন্দরবনের কয়রায় বিশেষ অভিযান চালিয়ে ৮৫০ কেজি কাঁকড়া জব্দ করেছে কোস্টগার্ড। ছবি: বাসস

খুলনা, ২৬ আগস্ট, ২০২৫ (বাসস) : সুন্দরবনের কয়রায় বিশেষ অভিযান চালিয়ে ৮৫০ কেজি কাঁকড়া জব্দ করেছে কোস্টগার্ড। জব্দকৃত কাঁকড়ার বাজারমূল্য প্রায় ৩ লাখ ৮২ হাজার টাকা।

আজ মঙ্গলবার সকালে তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসির ইবনে মুহসীন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে কয়রা স্টেশনের সদস্যরা সুন্দরবনের কপোতাক্ষ নদীর ঘড়িলাল বাজার সংলগ্ন ঘাট এলাকায় অভিযান চালায়। অভিযানে একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা তল্লাশি করে সুন্দরবন থেকে অবৈধভাবে আহরিত ৮৫০ কেজি কাঁকড়া জব্দ করা হয়।

তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা বোট ফেলে পালিয়ে যায়। জব্দকৃত কাঁকড়া কোবাদক ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়। দেশের বন ও সামুদ্রিক সম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সুন্দরবন পশ্চিম বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) এ জেড এম হাছানুর রহমান বাসসকে বলেন, সুন্দরবনে চোরাকারবারিদের ব্যাপারে বন বিভাগসহ অন্যান্য বাহিনীর ব্যাপক তৎপরতা রয়েছে। কোনো ধরনের অপরাধমূলক কার্যক্রম সংঘটিত হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হিট প্রকল্প মূল্যায়নে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে: ইউজিসি চেয়ারম্যান
গোপালগঞ্জে গাছ থেকে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু
বিএনপি নেতা সোহেল-নবীউল্লাহসহ ১১০ জনকে অব্যাহতি
রাঙ্গামাটিতে চোরাই সেগুন কাঠ জব্দ
বান্দরবানে অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের
গোপালগঞ্জে পুকুরের পানিতে ডুবে যুবকের মৃত্যু
ডেঙ্গুতে আজ ৪৭০ জন আক্রান্ত
ফুটবলার সোনালীর বাড়ি পরিদর্শনে ডিসি, দেয়া হবে পাকা ঘর
পাঠ্যপুস্তক ক্রয় প্রক্রিয়ার সময়সীমা হ্রাসের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার
নারায়ণগঞ্জে কোকো আন্তর্জাতিক দাবা কাল শুরু
১০