গোপালগঞ্জে পুকুরের পানিতে ডুবে যুবকের মৃত্যু

বাসস
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ১৮:২৩

গোপালগঞ্জ, ২৬ আগস্ট ২০২৫ (বাসস): গোপালগঞ্জের কোটালীপাড়ায় পুকুরের পানিতে ডুবে মানসিক প্রতিবন্ধী প্রদীপ সরকাররের (৪০) মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার সকালে উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের বটবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। প্রদীপ সরকার গ্রামের মৃত ক্ষিতিশ চন্দ্র সরকারের ছেলে।

নিহতের পরিবার জানায়, ভোরে ঘুম থেকে উঠে প্রদীপ বাড়ির পুকুরঘাটে দাঁত ব্রাশ করতে যান। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। এ সময় পুকুরঘাটে তার টুথ ব্রাশ পড়ে থাকতে দেখে সন্দেহ হলে পরিবারের লোকজন পুকুরে খোঁজাখুঁজি শুরু করে এবং ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। 

ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সকাল ১০টার দিকে স্থানীয়রা জাল ফেলে পুকুর থেকে প্রদীপের মৃরদেহ উদ্ধার করেন।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, প্রদীপ সরকার মানসিক প্রতিবন্ধী ছিলেন। পরিবারের পক্ষ থেকে মরদেহ ময়নাতদন্ত না করার আবেদন করা হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক সিদ্ধান্ত নেওয়া হবে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বরিশালের ৬টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
হবিগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত, আহত ২০
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬
উ.কোরিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান মারা গেছেন
নাসীরুদ্দীন ও জারার নেতৃত্বে এনসিপি’র নির্বাচন পরিচালনা কমিটি
মেক্সিকোতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত ১৩ 
কিশোরগঞ্জের চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, দুইটিতে হোল্ড
গ্রাম আদালত কার্যক্রম পর্যালোচনায় ঝালকাঠিতে অর্ধবার্ষিক সমন্বয় সভা
জুনিয়র বৃত্তি পরীক্ষার বিষয়ে কেন্দ্র সচিবদের প্রতি জরুরি নির্দেশনা
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর সফরের সময় আর্টিলারি রকেট নিক্ষেপ উত্তর কোরিয়ার : দক্ষিণ কোরিয়া
১০