গোপালগঞ্জে পুকুরের পানিতে ডুবে যুবকের মৃত্যু

বাসস
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ১৮:২৩

গোপালগঞ্জ, ২৬ আগস্ট ২০২৫ (বাসস): গোপালগঞ্জের কোটালীপাড়ায় পুকুরের পানিতে ডুবে মানসিক প্রতিবন্ধী প্রদীপ সরকাররের (৪০) মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার সকালে উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের বটবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। প্রদীপ সরকার গ্রামের মৃত ক্ষিতিশ চন্দ্র সরকারের ছেলে।

নিহতের পরিবার জানায়, ভোরে ঘুম থেকে উঠে প্রদীপ বাড়ির পুকুরঘাটে দাঁত ব্রাশ করতে যান। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। এ সময় পুকুরঘাটে তার টুথ ব্রাশ পড়ে থাকতে দেখে সন্দেহ হলে পরিবারের লোকজন পুকুরে খোঁজাখুঁজি শুরু করে এবং ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। 

ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সকাল ১০টার দিকে স্থানীয়রা জাল ফেলে পুকুর থেকে প্রদীপের মৃরদেহ উদ্ধার করেন।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, প্রদীপ সরকার মানসিক প্রতিবন্ধী ছিলেন। পরিবারের পক্ষ থেকে মরদেহ ময়নাতদন্ত না করার আবেদন করা হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক সিদ্ধান্ত নেওয়া হবে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজায় যুদ্ধবিরতি বহাল
রাজশাহীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
চাঁদপুরে একমাসে সেনাবাহিনীর ১৫৬ অভিযান
ট্রাম্পকে সর্বোচ্চ নাগরিক সম্মাননা প্রদান করবে ইসরাইল
রাঙ্গামাটিতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা
সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু
ঝালকাঠিতে দুদকের গণশুনানি, শতাধিক অভিযোগ
ঝিনাইদহে সাপের কামড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
দুর্যোগ প্রশমন দিবসে রাজবাড়ীতে র‌্যালি ও সভা
সারাদেশে দিন-রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা
১০