ফ্যাসিবাদী ব্যবস্থা এখনো পুরোপুরি উচ্ছেদ হয়নি : জোনায়েদ সাকি

বাসস
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ১৭:০৬
ছবি : বাসস

সাভার, ২৯ আগস্ট, ২০২৫ (বাসস) : গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ২৪-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে গেলেও ফ্যাসিবাদী ব্যবস্থা এখনো পুরোপুরি উচ্ছেদ করা সম্ভব হয়নি। 

আজ শুক্রবার দুপুরে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে গণসংহতি আদালনের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, ‘আমরা অনেক আগে বলেছি, সরকার এবং শাসন ব্যবস্থা বদলাতে হবে। যে শাসন ব্যবস্থা এবং সাংবিধানিক কাঠামা সরকারকে ফ্যাসিস্ট হতে সহায়তা করে, তা বদল না করলে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণ হবে না। আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকারগুলো সঠিকভাবে প্রতিষ্ঠিত করা সম্ভব হবে না।’

সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির সূর্য সন্তান বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন।

জোনায়েদ সাকি এই অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসীকে স্মরণ করান যে শুধু সরকারের পরিবর্তনেই গণতন্ত্র স্থায়ী হবে না; সুশাসন ও সাংবিধানিক কাঠামোর সংস্কার অপরিহার্য। 

তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদী প্রথা এবং শাসনব্যবস্থা পরিবর্তনের আহ্বান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএমডিএ কর্মকর্তাদের সঙ্গে কৃষি সচিবের মতবিনিময়
রাজধানীতে বিশেষ অভিযানে ১২ জন গ্রেফতার
গাজা থেকে ২ জিম্মির দেহাবশেষ উদ্ধারের দাবি ইসরাইলের
গুম হওয়া ব্যক্তিদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার আহ্বান জামায়াতে ইসলামীর
জুলাই রেভ্যুলেশন ফেন্সিং চ্যাম্পিয়নশিপ বিজয়ী পাবেন সুজুকি মোটরসাইকেল
সংস্কার ও বিচার দৃশ্যমান হওয়ার আগে বাংলাদেশে কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না : গোলাম পরওয়ার
বুয়েট শিক্ষার্থী শাদিদের চিকিৎসার খোঁজখবর নিলেন প্রধান উপদেষ্টার দুই প্রতিনিধি
তুরস্কের সহযোগিতায় ঢাবি কেন্দ্রীয় মসজিদ পুনর্নির্মাণ করা হচ্ছে
বান্দরবানে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের চেক বিতরণ
গাজীপুরে বিএনপি’র সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি 
১০