গাজা থেকে ২ জিম্মির দেহাবশেষ উদ্ধারের দাবি ইসরাইলের

বাসস
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ২১:১৯
ছবি : সংগৃহীত

ঢাকা, ২৯ আগস্ট, ২০২৫ (বাসস) : ইসরাইলি সেনাবাহিনী আজ শুক্রবার গাজা উপত্যকায় অভিযানের সময় তারা দুই জিম্মির দেহাবশেষ উদ্ধার করেছে বলে দাবি করেছে।

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ইসরাইলি প্রতিরক্ষা (ইসরাইলি সেনাবাহিনীর) অভিযানে গাজা উপত্যকা থেকে ইলান ওয়েইশের লাশ উদ্ধার করা হয়েছে। এসময় আরেকজন নিহত জিম্মির দেহাবশেষও উদ্ধার করা হয়। তবে তার পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় কিব্বুৎজ বেরি এলাকায় ওয়েইশকে হত্যার পর লাশ নিয়ে যায় হামাস যোদ্ধারা। তার স্ত্রী শিরি এবং মেয়ে নোগা’কে তাদের বাড়ি থেকে অপহরণ করা হয়েছিল। পরে ওই বছরের নভেম্বরে প্রথম যুদ্ধবিরতির সময় শিরি ও নোগা’কে মুক্তি দেওয়া হয়।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের প্রিয় পরিবারের প্রতি  ইসরাইলের সকল নাগরিকের পাশাপাশি আমি ও আমার স্ত্রী আন্তরিক সমবেদনা জানাচ্ছি এবং তাদের সীমাহীন কষ্টে আমরাও সমব্যথী।

বিবৃতিতে আরও বলা হয়, জিম্মিদের উদ্ধার করে ফিরিয়ে নিয়ে আসার ব্যাপারে অভিযান অব্যাহত রয়েছে। আমাদের জীবিত ও মৃত সকল জিম্মিকে ফিরিয়ে নিয়ে আসা পর্যন্ত বিশ্রাম নেব না।

হামাসের আক্রমণের সময় জিম্মি করে নিয়ে যাওয়া ২৫১ জন ইসরাইলির মধ্যে এখনো ৪৭ জন গাজায় জিম্মি রয়েছে। তাদের মধ্যে ২০ জন এখনো জীবিত আছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অভিযান চালিয়ে ৫শ কেজি কাঁকড়া জব্দ করেছে কোস্টগার্ড
সুন্দরবনে মুক্তিপণের টাকা পরিশোধ করে লোকালয়ে ফিরেছে অপহৃত ৭ জেলে
ছাত্রশিবিরের আয়োজনে ১৩তম ইয়ুথ সামিট অনুষ্ঠিত
মোবাইল ব্যাংকিং প্রতারণা চক্রের মূল হোতা গ্রেফতার
গুমের সাথে জড়িতের শাস্তি নিশ্চিতে সবাইকে একযোগে কাজ করতে হবে : মির্জা ফখরুল
শেরপুরে বিলের পানিতে ডুবে দুই শিশুর মত্যু
ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা চলছে : সালাহউদ্দিন আহমদ
ক্ষমতায় গেলে বিএনপি গুম প্রতিরোধে আইন প্রণয়ন করবে : তারেক রহমান
পুরোনো পদ্ধতির নির্বাচন ফ্যাসিবাদের পুনর্বাসন : মুফতী শামসুদ্দোহা আশরাফী
ডেঙ্গুতে আজ ১৬৫ জন আক্রান্ত
১০