তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে রাজবাড়ীতে সভা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ১০:৩০
ছবি : বাসস

রাজবাড়ী, ২৮ নভেম্বর, ২০২৫ (বাসস): রাজবাড়ীতে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারে নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের অগ্রগতি ও করণীয় বিষয়ে জেলা টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলার জনস্বাস্থ্য সুরক্ষা ও তরুণ প্রজন্মকে তামাকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে গতকাল বৃহস্পতিবার  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।

সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বাস্থ্য বিভাগ এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, জেলার ৫ উপজেলার ৪২ ইউনিয়নের বাজার এলাকা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও গণপরিবহনে মনিটরিং আরও জোরদার করা হবে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি, প্রচার-প্রচারণা চালানো এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। 

বক্তারা জানান, তামাকের ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি থেকে জনগণকে রক্ষা করতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং আইন সম্পর্কে জনগণকে আরও অবহিত করা অত্যন্ত জরুরি।

জেলা প্রশাসক সুলতানা আক্তার সভায় বলেন, একটি সুস্থ, নিরাপদ ও তামাকমুক্ত রাজবাড়ী গড়ে তুলতে জেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তামাক নিয়ন্ত্রণ আইন যথাযথভাবে বাস্তবায়ন করতে সব দপ্তরের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত থাকবে।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা: এস এম মাসুদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তবিবর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উচেন মে, অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়মা হক প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কোস্টগার্ডের অভিযানে কয়লা ও লাইটার ভেসেলসহ আটক ১২
খুলনায় অসহায় মানুষকে মেহমানদারির অনন্য আয়োজন
ফটিকছড়িতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে এসআইসহ নিহত ২
পিরোজপুরে বিএনপির ৩১ দফা জনসম্পৃক্তকরণে মতবিনিময় সভা
রাজবাড়ীর পদ্মাপাড়ে ‘জলকাব্য’ উদ্বোধন : পর্যটনে নতুন সম্ভাবনা
বাকৃবি ছাত্রদলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি প্রকাশ
তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে রাজবাড়ীতে সভা অনুষ্ঠিত
ঢাকার ১০০ স্কুলে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ফ্রি ক্যাম্পেইন শুরু
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
১০