ঢাকা, ২৯ আগস্ট, ২০২৫ (বাসস) : রাজধানীর বাড্ডা এলাকা থেকে ৭৩ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে বাড্ডা থানা পুলিশ।
গ্রেফতারকৃত- মো. রাকিব শেখ (২৯)। ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান আজ এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার বাড্ডা থানাধীন বেরাইদ চান্দারটেক এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে ৭৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।