১৬০ রানে পিছিয়ে বাংলাদেশ ‘এ’ দল

বাসস
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ২০:১২

ঢাকা, ২৯ আগস্ট ২০২৫ (বাসস) : অস্ট্রেলিয়া সফরে চারদিনের একমাত্র  ম্যাচের দ্বিতীয় দিন শেষে সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭ উইকেট হাতে নিয়ে ১৬০ রানে পিছিয়ে বাংলাদেশ ‘এ’ দল। 

প্রথম ইনিংসে বাংলাদেশের ১১৪ রানের জবাবে ৩৮০ রান করে সাউথ অস্ট্রেলিয়া। ফলে প্রথম ইনিংস থেকে ২৬৬ রানের লিড পায় স্বাগতিকরা। বিশাল রানের চাপে পড়ে দ্বিতীয় ইনিংস শুরু করে দিন শেষে ৩ উইকেটে ১০৬ রান করেছে বাংলাদেশ। 

অস্ট্রেলিয়ার ডারউইনে প্রথম দিন বাংলাদেশ গুটিয়ে যাবার পর ব্যাট হাতে নেমে দিন শেষে ৫ উইকেটে ২০৪ রান তুলেছিল সাউথ অস্ট্রেলিয়া। ৫ উইকেট হাতে নিয়ে ৯০ রানে এগিয়ে ছিল স্বাগতিকরা।

দ্বিতীয় দিন বাকী ৫ উইকেটে ১৭৬ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। ৮৩ রান নিয়ে খেলতে নেমে ১৪৩ রান করেন জ্যাসন সাংহা। আগের দিন ২৮ রানে অপরাজিত থাকা হ্যারি নিয়েলসন থামেন ৮৬ রানে। 

বাংলাদেশের হয়ে মোহাম্মদ এনামুল হক ও হাসান মুরাদ ৩টি করে উইকেট নেন। ২ উইকেট শিকার করেন হাসান মাহমুদ। 

দ্বিতীয় ইনিংস শুরু করে ৬ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। মাহমুদুল হাসান জয় ৪ ও অমিত হাসান শূন্য হাতে ফেরেন।

তৃতীয় উইকেটে ৬৯ রানের জুটিতে শুরুর ধাক্কা সামাল দেন ইফতেখার হোসেন ইফতি ও শাহাদাত হোসেন দিপু। ইফতি ৩৫ রানে আউট হলে ইয়াসির আলিকে নিয়ে দিন শেষ করেন শাহাদাত। ইয়াসির ১৮ ও শাহাদাত ৪২ রানে অপরাজিত আছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাকসু নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ
জাতীয় রাজস্ব বোর্ডের জুলাই-২০২৫ মাসের রাজস্ব আহরণ অগ্রগতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বিএমডিএ কর্মকর্তাদের সঙ্গে কৃষি সচিবের মতবিনিময়
রাজধানীতে বিশেষ অভিযানে ১২ জন গ্রেফতার
গাজা থেকে ২ জিম্মির দেহাবশেষ উদ্ধারের দাবি ইসরাইলের
গুম হওয়া ব্যক্তিদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার আহ্বান জামায়াতে ইসলামীর
জুলাই রেভ্যুলেশন ফেন্সিং চ্যাম্পিয়নশিপ বিজয়ী পাবেন সুজুকি মোটরসাইকেল
সংস্কার ও বিচার দৃশ্যমান হওয়ার আগে বাংলাদেশে কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না : গোলাম পরওয়ার
বুয়েট শিক্ষার্থী শাদিদের চিকিৎসার খোঁজখবর নিলেন প্রধান উপদেষ্টার দুই প্রতিনিধি
তুরস্কের সহযোগিতায় ঢাবি কেন্দ্রীয় মসজিদ পুনর্নির্মাণ করা হচ্ছে
১০