ষড়যন্ত্রের জাল ছিঁড়ে জনগণের জয় হবেই : গয়েশ্বর

বাসস
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ২১:০১
সোমবার কুমিল্লায় আয়োজিত জনসভায় যোগ দেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ছবি: বাসস

কুমিল্লা, ১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, কোনো ষড়যন্ত্র করেই বিএনপির অগ্রযাত্রা ঠেকানো যাবে না। কারণ বিএনপির শক্তি জনগণ।

দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সোমবার যৌথভাবে কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

নগরীর ভিক্টোরিয়া কলেজ রোডে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নির্বাচন সুষ্ঠু হলে জনগণের রায় নিশ্চিত, সেখানে পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির কোনো প্রয়োজন নেই। যারা ভেবেছিল নির্বাচনের বাইরে থাকলেই ক্ষমতা টিকে যাবে, আজ তারাই পিআরের নানা ব্যাখ্যা দিতে ব্যস্ত। স্বাধীনতা যুদ্ধ ও ৭ নভেম্বরের পরাজিত শক্তি আজও নির্বাচন বানচালের পাঁয়তারা করছে।

সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কেন্দ্রীয় বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু প্রমুখ। 

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে বিশাল আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড বহন করা হয়। র‌্যালিটি নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চায়না প্রবাসীদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
সাভারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অসুস্থদের আর্থিক সহায়তা প্রদান
পটিয়ার যুবলীগ ক্যাডার বুলবুল ডাকাত চট্টগ্রাম নগরে গ্রেপ্তার
ঢাকায় আসছেন টিআই চেয়ারপারসন ফ্রাঁসোয়া ভ্যালেরিয়াঁ
দুই বছরের জন্য টাফেলকে নিয়োগ দিল বিসিবি
কক্সবাজার, ঢাকা ও পাবনায় দুদকের পৃথক এনফোর্সমেন্ট অভিযান
ক্যান্সার হাসপাতালে জামায়াতের ১ কোটি টাকা অনুদান
দেশব্যাপী বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন 
নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথমবারের মত সিরিজ জয় বাংলাদেশের
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারার সময় বাড়লো আরো ২৪ ঘণ্টা
১০