দুই বছরের জন্য টাফেলকে নিয়োগ দিল বিসিবি

বাসস
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ২২:১০ আপডেট: : ০১ সেপ্টেম্বর ২০২৫, ২২:২৭

ঢাকা, ১ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : আইসিসি এলিট প্যানেলের সাবেক আম্পায়ার অস্ট্রেলিয়ার সাইমন টাফেলকে দুই বছরের চুক্তিতে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আম্পায়ারদের মূল্যায়ন-গ্রেডিং এবং ম্যাচ অফিসিয়ালদের কাঠামো নিয়ে কাজ করবেন টাফেল।

আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০০৪-২০০৮ সাল পর্যন্ত টানা পাঁচবার আইসিসি বর্ষসেরা আম্পায়ার নির্বাচিত হয়ে অনন্য রেকর্ড গড়েছেন টাফেল।

টাফেলের নিয়োগ বিষয়ে আম্পায়ার কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেন, ‘তিনি বিভিন্ন দেশে আম্পায়ারদের উন্নয়নে কাজ করেন এবং আইসিসির সাথে যুক্ত । আমরা দীর্ঘদিন তার সাথে কথা বলেছি। এখন বোর্ড এটি অনুমোদন করেছে।’

১৯৯৯ সালে আম্পায়ারিং ক্যারিয়ার শুরু করেন টাফেল। ২০০০ সালে টেস্টে আম্পায়ারিং করার সুযোগ পান তিনি। দক্ষতা এবং বিশ্বাসযোগ্যতার কারণে ২০০৩ সালে আইসিসি এলিট প্যানেলে যুক্ত হন টাফেল। প্রায় এক দশক ধরে বিশ্বের সেরা আম্পায়ারদের একজন ছিলেন তিনি।

২০০৩ থেকে ২০১২ সাল পর্যন্ত আইসিসি এলিট প্যানেলে আম্পায়ার ছিলেন টাফেল। আইসিসি মেগা ইভেন্টে বড় ম্যাচ এবং অ্যাশেজের মতো সিরিজে দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে তার। 

৭৪ টেস্ট, ১৭৪ ওয়ানডে এবং ৩৪ টি-টোয়েন্টিতে  আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন টাফেল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাগুরায় খালে ডুবে ৩ শিশুর মৃত্যু
হবিগঞ্জে দুই মাদক কারবারি আটক 
অনলাইন জুয়ার শীর্ষ এজেন্ট লিপু সহযোগীসহ সাতক্ষীরায় গ্রেপ্তার
জুলাই সনদ বাস্তবায়ন হলে স্বৈরাচারী কাঠামো বিলোপ হবে : বদিউল আলম মজুমদার 
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ
ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
জয়পুরহাটে বিনামূল্যে চক্ষু সেবা
মুন্সীগঞ্জে ইলিশ সংরক্ষণ অভিযানকালে চারব্যক্তির কারাদন্ড
সৈয়দ মনজুরুল ইসলামের প্রতি শিল্পকলা একাডেমির শ্রদ্ধাঞ্জলি
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ে সিলেটে গণমাধ্যম কর্মীদের সাথে পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত
১০