দুই বছরের জন্য টাফেলকে নিয়োগ দিল বিসিবি

বাসস
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ২২:১০ আপডেট: : ০১ সেপ্টেম্বর ২০২৫, ২২:২৭

ঢাকা, ১ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : আইসিসি এলিট প্যানেলের সাবেক আম্পায়ার অস্ট্রেলিয়ার সাইমন টাফেলকে দুই বছরের চুক্তিতে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আম্পায়ারদের মূল্যায়ন-গ্রেডিং এবং ম্যাচ অফিসিয়ালদের কাঠামো নিয়ে কাজ করবেন টাফেল।

আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০০৪-২০০৮ সাল পর্যন্ত টানা পাঁচবার আইসিসি বর্ষসেরা আম্পায়ার নির্বাচিত হয়ে অনন্য রেকর্ড গড়েছেন টাফেল।

টাফেলের নিয়োগ বিষয়ে আম্পায়ার কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেন, ‘তিনি বিভিন্ন দেশে আম্পায়ারদের উন্নয়নে কাজ করেন এবং আইসিসির সাথে যুক্ত । আমরা দীর্ঘদিন তার সাথে কথা বলেছি। এখন বোর্ড এটি অনুমোদন করেছে।’

১৯৯৯ সালে আম্পায়ারিং ক্যারিয়ার শুরু করেন টাফেল। ২০০০ সালে টেস্টে আম্পায়ারিং করার সুযোগ পান তিনি। দক্ষতা এবং বিশ্বাসযোগ্যতার কারণে ২০০৩ সালে আইসিসি এলিট প্যানেলে যুক্ত হন টাফেল। প্রায় এক দশক ধরে বিশ্বের সেরা আম্পায়ারদের একজন ছিলেন তিনি।

২০০৩ থেকে ২০১২ সাল পর্যন্ত আইসিসি এলিট প্যানেলে আম্পায়ার ছিলেন টাফেল। আইসিসি মেগা ইভেন্টে বড় ম্যাচ এবং অ্যাশেজের মতো সিরিজে দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে তার। 

৭৪ টেস্ট, ১৭৪ ওয়ানডে এবং ৩৪ টি-টোয়েন্টিতে  আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন টাফেল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চায়না প্রবাসীদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
সাভারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অসুস্থদের আর্থিক সহায়তা প্রদান
পটিয়ার যুবলীগ ক্যাডার বুলবুল ডাকাত চট্টগ্রাম নগরে গ্রেপ্তার
ঢাকায় আসছেন টিআই চেয়ারপারসন ফ্রাঁসোয়া ভ্যালেরিয়াঁ
দুই বছরের জন্য টাফেলকে নিয়োগ দিল বিসিবি
কক্সবাজার, ঢাকা ও পাবনায় দুদকের পৃথক এনফোর্সমেন্ট অভিযান
ক্যান্সার হাসপাতালে জামায়াতের ১ কোটি টাকা অনুদান
দেশব্যাপী বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন 
নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথমবারের মত সিরিজ জয় বাংলাদেশের
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারার সময় বাড়লো আরো ২৪ ঘণ্টা
১০