ঢাকা, ১ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চায়না প্রবাসীদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকালে চায়নার ওয়াংজুর রিজিক রেস্টুরেন্টে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রবাসে থেকেও দলকে শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করে নেতারা বলেন, বিএনপির প্রতিষ্ঠার মূল আদর্শ ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণা করা বহুদলীয় গণতন্ত্রের চেতনা আজও প্রাসঙ্গিক।
বিএনপি সব সময়ই জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছে। প্রবাসীদের অবদান দলীয় কার্যক্রমকে আরও গতিশীল এবং গণতন্ত্রের জন্য চলমান সংগ্রামকে শক্তিশালী করবে বলে তারা আশা প্রকাশ করেন।
সভায় সঞ্চালনা করেন নাদিম আহমেদ। বক্তব্য রাখেন চায়না বিএনপির নেতা হোসান মোহাম্মদ সাখওয়াত, মাসুদ আহমেদ, নাদিম আহমেদ ও মৃদুল শেখ । বক্তারা দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় প্রবাসীদের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং দলকে আরও সুসংহত করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।