কক্সবাজার, ঢাকা ও পাবনায় দুদকের পৃথক এনফোর্সমেন্ট অভিযান

বাসস
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ২১:৫৩

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : দুর্নীতি দমন কমিশন (দুদক) আজ সোমবার একদিনে তিনটি অভিযোগের প্রেক্ষিতে পৃথক তিনটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে। 

অভিযানে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্প, জাতীয় স্টেডিয়ামের ফ্লাডলাইট প্রকল্প এবং পাবনার ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্নীতি ও অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। 

কক্সবাজারে জলবায়ু উদ্বাস্তুদের জন্য নির্মিত খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্প সংক্রান্ত নানাবিধ দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগের প্রেক্ষিতে দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে। 

অভিযানকালে টিম জেলা প্রশাসকের কার্যালয় ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কার্যালয়ে উপস্থিত হয়ে প্রকল্প সংক্রান্ত রেকর্ডপত্র সংগ্রহ করে এবং ঘটনাস্থলে গিয়ে সুবিধাভোগী ও ভাড়াটিয়াদের সঙ্গে কথা বলে অভিযোগের বিষয়ে তথ্য নেয়। প্রাথমিক যাচাইয়ে ফ্ল্যাট ভাড়া দেওয়া ও বিক্রি, নামে বেনামে ফ্ল্যাট বরাদ্দ নেয়া এবং অবৈধ দখল সংক্রান্ত অভিযোগের সত্যতা পাওয়া গেছে। 

এদিকে ঢাকায় জাতীয় স্টেডিয়ামে ফ্লাডলাইট প্রকল্পে অস্বাভাবিক বাজেট বৃদ্ধি, আন্তর্জাতিক বাজারমূল্যের তুলনায় অতিরিক্ত দাম দেখানো, নকশা পরিবর্তন ও নিম্নমানের কাজ বাস্তবায়নের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের প্রধান কার্যালয় থেকে আরেকটি অভিযান পরিচালিত হয়। অভিযানে টিম জাতীয় ক্রীড়া পরিষদে গিয়ে প্রাথমিক নথি ও তথ্য সংগ্রহ করে এবং সংশ্লিষ্ট রেকর্ডপত্র জমা দেওয়ার নির্দেশ দেয়।

পাবনার ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবায় নানাবিধ অনিয়ম ও হয়রানির অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, পাবনা থেকে একটি এনফোর্সমেন্ট টিম অভিযান চালায়। এ সময় সেবাগ্রহীতাদের জিজ্ঞাসাবাদ করে অভিযোগের তথ্য সংগ্রহ করা হয় এবং ডাক্তার, নার্স ও অন্যান্য স্টাফদের হাজিরা শিট, রোগীদের খাবারের মেন্যু, ওষুধের বরাদ্দ ও বিতরণ সম্পর্কিত রেকর্ড পরীক্ষা করা হয়। প্রাথমিক পর্যালোচনায় অনিয়মের সত্যতা মিলেছে বলে টিম জানায়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চায়না প্রবাসীদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
সাভারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অসুস্থদের আর্থিক সহায়তা প্রদান
পটিয়ার যুবলীগ ক্যাডার বুলবুল ডাকাত চট্টগ্রাম নগরে গ্রেপ্তার
ঢাকায় আসছেন টিআই চেয়ারপারসন ফ্রাঁসোয়া ভ্যালেরিয়াঁ
দুই বছরের জন্য টাফেলকে নিয়োগ দিল বিসিবি
কক্সবাজার, ঢাকা ও পাবনায় দুদকের পৃথক এনফোর্সমেন্ট অভিযান
ক্যান্সার হাসপাতালে জামায়াতের ১ কোটি টাকা অনুদান
দেশব্যাপী বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন 
নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথমবারের মত সিরিজ জয় বাংলাদেশের
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারার সময় বাড়লো আরো ২৪ ঘণ্টা
১০