দায়িত্বরত ট্রাফিক পুলিশের ওপর হামলাকারী গ্রেফতার

বাসস
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৫
প্রতীকী ছবি

ঢাকা, ৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : রাজধানীর খিলগাঁওয়ে দায়িত্ব পালনকালে ট্রাফিক পুলিশের ওপর হামলার ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

এ ঘটনায় আরও দুইজনকে আসামি করা হয়েছে এবং অজ্ঞাতনামা ১০-১২ জনের বিরুদ্ধে খিলগাঁও থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

পুলিশ সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার বেলা ২টা ৪৫ মিনিটে খিলগাঁও রেলগেট ক্রসিংয়ের দক্ষিণ পাশে দায়িত্বে ছিলেন ট্রাফিক বিভাগের এক কনস্টেবল। এ সময় তিনি উত্তর দিক থেকে আসা যান চলাচল বন্ধের সিগন্যাল দেন। এতে একটি প্রাইভেটকার সিগন্যালে আটকে যায়।

এ ঘটনায় প্রাইভেটকারে থাকা এক আরোহী দায়িত্বরত পুলিশ সদস্যকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং দেখে নেওয়ার হুমকি দেয়। এরপর  বিকেলে ৩ টার দিকে ওই ব্যক্তি আরও ৬-৭টি মোটরসাইকেলে করে প্রায় ১০-১২ জন সহযোগীসহ পুনরায় ঘটনাস্থলে এসে দায়িত্বরত পুলিশ কনস্টেবলকে এলোপাতাড়ি মারধর শুরু করে।

এ সময় কাছাকাছি অবস্থানরত বিট কর্মকর্তা হামলার শিকার পুলিশ সদস্যকে উদ্ধারের চেষ্টা করলে তাকেও মারধরের শিকার হতে হয়। পরবর্তী সময়ে ঘটনাটি বেতারযন্ত্রের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হলে খিলগাঁও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়।

খিলগাঁও থানা পুলিশ ঘটনাস্থল থেকে মো. আনোয়ার হোসেন নামে একজনকে গ্রেফতার করে। তবে তার সঙ্গে থাকা অন্যরা দ্রুত সটকে পড়ে।

ঘটনার পর পুলিশের দায়িত্ব পালনে বাধা প্রদান, কর্তব্যরত পুলিশ সদস্যকে আহত করা এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে মো. আনোয়ার হোসেনসহ আরও দুইজন নামীয় আসামি এবং অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কালীগঞ্জে ৩শ’ কৃষকের মাঝে মাসকলাই বীজ ও সার বিতরণ
বাংলাদেশে নতুন মার্কিন দূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে মনোনয়ন ট্রাম্পের
চাঁপাইনবাবগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ২২শ' চারা বিতরণ
ঝিনাইদহে সম্প্রীতি সমাবেশ ও আলোচনা সভা
বান্দরবানে বম পার্টির ঘাঁটিতে সেনা অভিযান
বর্ষাকালীন তরমুজ চাষ দক্ষিণাঞ্চলের অর্থনীতিতে বড় অবদান রাখতে পারে
বৈষম্য বিরোধী আন্দোলন: আনিসুল-কামরুলসহ ২২ জনের ভার্চুয়ালি হাজিরা
ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বরই অনুষ্ঠিত হচ্ছে
রাশিয়া ইউক্রেনে ৫২৬টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে 
রাজবাড়িতে গ্রাম আদালত বিষয়ক সভা অনুষ্ঠিত
১০