কেরানীগঞ্জে কিশোরীকে ধর্ষণ: কেয়ারটেকারের আমৃত্যু কারাদণ্ড

বাসস
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৪:০৮

ঢাকা, ৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ‎‎‎ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আগানগর এলাকায় ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় ওই বাড়ির কেয়ারটেকার মো. সাঈদ মোল্লার আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিয়েছেন ঢাকার একটি ট্রাইব্যুনাল।

আজ ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এই রায় ঘোষণা করেন ।

ট্রাইব্যুনালের পেশকার রাশেদুল ইসলাম বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ থেকে বলা হয়, ভিকটিম দক্ষিণ কেরানীগঞ্জ থানার আগানগর ছোট মসজিদপাড়া হোসেন চেয়ারম্যানের বাড়িতে পরিবারসহ ভাড়া থাকতেন। 

ওই বাড়িতে আসামি মো. সাঈদ মোল্লা কেয়ারটেকার হিসাবে কাজ করতো। সে প্রায়ই ভিকটিম মারিয়া আক্তারকে কু-প্রস্তাব দিতো। 

২০২১ সালের ২ আগস্ট মায়িার তার ছোট ভাইকে খোঁজার জন্য বাসার নিচে যায়। এ সময় আসামি কৌশলে তাকে বাসার ছাদে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের পরে ঘটনা কাউকে বললে তাকে হত্যার হুমকি দেয়। 

ভিকটিম হত্যার ভয়ে ঘটনা কাউকে বলেননি। পরবর্তীতে একই বছরের ২৩ সেপ্টেম্বর সাঈদ তাকে আবার ধর্ষণ করে। ভিকটিম তখন কান্নাকাটি ও চিৎকার করলে আসামি দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। 

ওই ঘটনায় একই বছরের ২৪ সেপ্টেম্বর ভিকটিমের মা বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। 

মামলাটি তদন্ত শেষে ২০২২ সালের ৩১ আগস্ট দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. আলী জিন্নাহ আসামি মো. সাঈদ মোল্লার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। 

মামলার বিচারকালে ৮ জন বিভিন্ন সময় ট্রাইব্যুনালে সাক্ষ্য প্রদান করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পরিবেশের ভারসাম্য রক্ষাকারী উন্নয়ন প্রকল্প গ্রহণ করা উচিত : ভূমি উপদেষ্টা
জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ
চবি শিক্ষার্থী-গ্রামবাসীর সংঘর্ষে ঘটনায় গ্রেফতার ৮
ষড়যন্ত্র প্রসঙ্গে ট্রাম্পের মন্তব্য ‘বিদ্রুপ ছাড়া কিছুই নয়’: ক্রেমলিন
বরিশালে জিয়া স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
পাকিস্তানকে হারিয়ে ফাইনালের পথে আফগানিস্তান
ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে জয়ে সিরিজ শুরু দক্ষিণ আফ্রিকার
অধিকৃত ইউক্রেন অঞ্চলের আন্তর্জাতিক স্বীকৃতি চায় রাশিয়া
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম
বগুড়ায় ট্রাকের ধাক্কায় নারী নিহত
১০