ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে জয়ে সিরিজ শুরু দক্ষিণ আফ্রিকার

বাসস
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪৩

ঢাকা, ৩ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : দুই বোলার কেশব মহারাজ ও উইয়ান মুল্ডারের বোলিং নৈপুন্যের পর ওপেনার আইডেন মার্করামের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে জয় দিয়ে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করল দক্ষিণ আফ্রিকা। 

গতরাতে সিরিজের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা ১৭৫ বল বাকী রেখে ৭ উইকেটে হারিয়েছে ইংল্যান্ডকে। এটি ওয়ানডেতে ইংলিশদের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ বল বাকি রেখে জয়ের রেকর্ড প্রোটিয়াদের। 

আগেরটি ২০০৭ সালে ব্রিজটাউনে ১৮৪ বল বাকী রেখে জিতেছিল তারা।

লিডসে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে সতীর্থদের ব্যর্থতার মাঝেও ওপেনার জেমি স্মিথের হাফ-সেঞ্চুরিতে ৩ উইকেটে ১০২ রান তুলে ইংল্যান্ড। এরপর স্পিনার কেশব মহারাজ ও পেসার মুল্ডারের বোলিং তোপে ২৯ রানে শেষ ৭ উইকেট হারিয়ে ২৪.৩ ওভারে ১৩১ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। 

১০টি চারে ৪৮ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেন স্মিথ। এছাড়া মাত্র তিন ব্যাটার দুই অংকে পা রাখেন। জশ বাটলার ১৫, জো রুট ১৪ ও অধিনায়ক হ্যারি ব্রুক ১২ রান করেন। 

৫.৩ ওভার বল করে ২২ রানে ৪ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সফল বোলার মহারাজ। ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার স্পিনার হিসেবে এটিই সেরা বোলিং পরিসংখ্যান। মুল্ডার ৩৩ রানে ৩ উইকেট শিকার করেন। 

জবাবে ব্যাট হাতে ঝড় তুলেন দক্ষিণ আফ্রিকার ওপেনার মার্করাম। ২৩ বলে হাফ-সেঞ্চুরি তুলে নেন তিনি। 

ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে এবং দক্ষিণ আফ্রিকার ওপেনার হিসেবে এটি দ্রুততম হাফ-সেঞ্চুরি।

রেকর্ড হাফ-সেঞ্চুরির পর সেঞ্চুরির পথে এগিয়েছেন মার্করাম। কিন্তু ১৩টি চার ও ২টি ছক্কায় ৫৫ বলে ৮৬ রান তুলে থামেন তিনি। উদ্বোধনী জুটিতে রায়ান রিকেলটনের সাথে ১২১ রানের জুটি গড়েন মার্করাম। 

মার্করামসহ মিডল অর্ডারে অধিনায়ক তেম্বা বাভুমা ৬ ও ট্রিস্টান স্টাবস শূন্য হাতে ফিরলেও দক্ষিণ আফ্রিকার জয় নিশ্চিত করেন রিকেলটন ও ডেওয়াল্ড ব্রেভিস। রিকেলটন ৩১ ও ব্রেভিস ৬ রানে অপরাজিত থাকেন। 

বোলিংয়ে দুর্দান্ত নৈপুন্যে ম্যাচ সেরা হন মহারাজ।  

এ ম্যাচে অভিষেক হয় ইংল্যান্ড পেসার সনি বেকারের। ৭ ওভারে ৭৬ রান দিয়ে উইকেটশূন্য অভিষেকেই অনাকাঙ্খিত রেকর্ডের জন্ম দেন তিনি। ওয়ানডে অভিষেকে ইংলিশ বোলারদের মধ্যে সর্বোচ্চ রান দিয়েছেন বেকার।

আগামীকাল লর্ডসে সিরিজের সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে দু’দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ক্ষমতার লোভে আওয়ামী লীগ একের পর এক ভুয়া ভোট করেছিল : ড. মঈন খান
সাদা পাথর এলাকায় মঙ্গলবার পর্যন্ত ১৭ লাখ ঘনফুট পাথর প্রতিস্থাপন
সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মুন্সীগঞ্জে জেলা প্রশাসক গোল্ড কাপ টুর্নামেন্টে মিরকাদিম চ্যাম্পিয়ন
অনলাইনে প্রতারণা রুখতে মেটাকে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেবে সিঙ্গাপুর
সুনামগঞ্জে ‘জুলাই’ শহীদের স্মরণে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
দেশের মানুষ আজ মুক্ত বিহঙ্গের ন্যায় স্বাধীনভাবে জীবন যাপন করছে : ব্যারিস্টার মীর হেলাল
জুলাই সনদ চূড়ান্ত করতে জাতীয় ঐকমত্য কমিশনের সভা
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১.৪৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে
উত্তরপত্র মূল্যায়নে ২১ দিনের সময়সীমা বেঁধে দিল জাতীয় বিশ্ববিদ্যালয়
১০