বরিশাল, ৩ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : বরিশালে গৌরবের ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিয়া স্মৃতি ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র বরিশাল মহানগর শাখা জানায়, আজ বুধবার বিকেলে বরিশাল স্টেডিয়ামে জাতীয় ও স্থানীয় পর্যায়ের সাবেক ফুটবলারদের নিয়ে লাল ও সবুজ নামের ২টি দল এই ম্যাচে অংশ নেয়।
বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশন তত্বাবধানে ও বরিশাল মহানগর শাখা বিএনপি’র সার্বিক সহযোগিতায় জিয়া স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।
বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই প্রীতি ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক।