পিএসসি’র নন-ক্যাডার পরীক্ষার প্রশ্ন বিক্রির মূল হোতা গ্রেফতার

বাসস
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫৪

ঢাকা, ৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) অধীনে থানা শিক্ষা অফিসার পদে আগামী ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য পরীক্ষার ‘৯০ শতাংশ কমন সাজেশন’ দেওয়ার নামে চাকরি প্রত্যাশীদের সঙ্গে প্রতারণা ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে সিআইডি’র সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)।

সিআইডি জানিয়েছে, গতকাল জামালপুরের মেলান্দহ থেকে প্রশ্ন ফাঁসের নামে প্রতারণা করার অভিযোগে মতিউর রহমান (৩২) নামে প্রতারক চক্রের এই মূল হোতাকে গ্রেফতার করা হয়। সে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার নাসির উদ্দিনের পুত্র।

আজ বুধবার সিআইডি’র সুপারনিউমারী অতিরিক্ত ডিআইজি মো. জাহিদুল ইসলাম সিআইডি’র মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জাহিদুল ইসলাম বলেন, প্রতারক চক্রটি আগামী ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য পিএসসি’র অধীন উপজেলা সহকারী শিক্ষা অফিসার (এটিইও) পদের পরীক্ষার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘সিক্রেট সাজেশন শিট’ শিরোনামে প্রলোভনমূলক পোস্ট দেয়। 

ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে পোস্ট দিয়ে বলা হয়, যারা আগ্রহী তাদেরকে ৫৫০টি এমসিকিউ প্রশ্নের উত্তরসহ দেয়া হবে। যেখান থেকে ৮০ থেকে ৯০ শতাংশ কমন পড়বে।  

আগ্রহীদের অগ্রিম অর্থ প্রদান করে, প্রশ্নসেট সংগ্রহের জন্য ইনবক্সে আলাপ করতে বলা হয়। এই লোভনীয় অফার পেয়ে অনেক চাকরি প্রত্যাশী এই চক্রের সঙ্গে আলাপ করে। তাদের কাছ থেকে সর্বনিম্ন ২৮০ টাকা থেকে ১৬০০ টাকা পর্যন্ত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে হাতিয়ে নিয়ে প্রশ্ন সরবরাহ করেছে চক্রটি।

তিনি আরও বলেন, বিষয়টি নজরে আসলে পিএসসি’র পক্ষ থেকে সিপিসিতে অভিযোগ করলে বিষয়টির গুরুত্ব বিবেচনা করে কাজ শুরু করে। আধুনিক তথ্য প্রযুক্তির সাহায্যে প্রতারক চক্রটির মূলহোতা মতিউরকে সনাক্ত করে সিআইডি জামালপুর ও জেলা পুলিশের সহায়তায় গ্রেফতার করা হয়। 

জাহিদুল ইসলাম বলেন, এ সময় প্রতারণায় ব্যবহৃত ২টি মোবাইল ও ১টি ল্যাপটপ জব্দ করা হয়। যাতে তার জড়িত থাকার প্রমাণ পায় সিআইডি।

সিআইডি কর্মকর্তা আরও জানান, চক্রের অন্যান্য আসামি সনাক্ত ও গ্রেফতারে সিআইডির অভিযান অব্যাহত 
রয়েছে। গ্রেফতারকৃতকে আদালতে উপস্থাপনসহ আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

চাকরি প্রার্থীদের জন্য বাজারে এমন অনেক গাইড পাওয়া যাচ্ছে- এমন এক প্রশ্নের জবাবে সিআইডি কর্মকর্তা বলেন, বাজারে গাইড হচ্ছে শিক্ষার্থীদের ধারণা লাভের উপায়। পক্ষান্তরে আসামির কার্যক্রম হচ্ছে প্রলোভন দেখিয়ে অর্থসাৎ ও প্রতারণা।  

প্রশ্ন ফাঁসের সঙ্গে গ্রেফতারকৃত ব্যক্তির যুক্ত থাকার ফলে আগামী ১২ তারিখ পরীক্ষা হবে কি-না— এমন এক প্রশ্নের উত্তরে পিএসসি’র পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) দিলাওয়েজ দারদুনা বলেন, পরীক্ষা নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। এই ঘটনায় পরীক্ষায় কোন প্রভাব পড়বে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাঈদীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করেন শেখ হাসিনা : ট্রাইব্যুনালে তিন সাক্ষীর অভিযোগ
নারী দরদাতাদের সঙ্গে পিপিআর সংশোধন নিয়ে আলোচনা করেছে বিপিপিএ
নির্বাচনের আগে পুলিশসহ সব ধরনের নিয়োগ চূড়ান্ত করা হবে : জনপ্রশাসন সচিব
চসিক মেয়রের সাথে আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারী ৩ শিক্ষার্থীর সাক্ষাৎ
ভোমরা স্থলবন্দরে ৯৭৮.৭৭ কোটি টাকার রাজস্ব আদায়
জয়পুরহাটে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী  
বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞান অর্জনের নয়, জ্ঞান বিতরণেরও স্থান: ইউজিসি চেয়ারম্যান
ডেঙ্গু আক্রান্ত আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৪৫ 
মহেশখালী-মাতারবাড়ীতে নতুন শহরের জন্ম হবে : প্রধান উপদেষ্টা
দেশে আর আগের মতো অনিয়মের নির্বাচন হবে না : ইসি সানাউল্লাহ
১০