ঢাকা, ৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : সারাদেশে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৫০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
তাদের মধ্যে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৮৯১ জন এবং অন্যান্য ঘটনায় ৫৫৯ জনকে গ্রেফতার করা হয়।
পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, এছাড়া অভিযানে একটি বিদেশি পিস্তল, তিনটি পুরাতন রিভলবার, চারটি ম্যাগজিন ও ৩০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।