থাইল্যান্ডে ধনাঢ্য ব্যবসায়ীকে প্রধানমন্ত্রী পদে সমর্থন দিল প্রধান বিরোধী দল

বাসস
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ২১:৩২

ঢাকা, ৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য বুধবার রক্ষণশীল ধনাঢ্য ব্যবসায়ী অনুতিন চার্নভিরাকুলকে সমর্থন দিয়েছে দেশটির প্রধান বিরোধী দল, পিপলস পার্টি।

গত সপ্তাহে আদালতের আদেশে বর্তমান প্রধানমন্ত্রীর পদত্যাগের পদক্ষেপ নেওয়ার পর এ ঘোষণা দেওয়া হয়।

ব্যাংকক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

দলীয় প্রধান নাত্থাফং রুয়েংপানিয়েউত সাংবাদিকদের জানান, পিপলস পার্টি তাকে সমর্থন দেওয়ার জন্য রাজি হয়েছে। তাদের ১৪৩ জন আইনপ্রণেতা পার্লামেন্টে তাকে সংখ্যাগরিষ্ঠ সমর্থন দিতে পারেন।

তবে তিনি জানান, তাদের সমর্থন শর্তসাপেক্ষে হবে। অর্থাৎ চার মাসের মধ্যে নতুন নির্বাচনের জন্য পার্লামেন্ট বিলুপ্ত করতে হবে, যাতে ক্ষমতা দ্রুত জনগণের হাতে ফিরিয়ে দেওয়া যায়।

নির্মাণ প্রকৌশল জায়েন্টের উত্তরাধিকারী অনুতিন পূর্বে উপ-প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০২২ সালে তিনি বিনোদনের জন্য গাঁজা আইনসম্মতকরণের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেন।

গত শুক্রবার থাইল্যান্ডের সাংবিধানিক আদালত প্রধানমন্ত্রী পেতংতার্ন শিনাওয়াত্রাকে বরখাস্ত করে। কারণ তিনি কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত বিবাদের সময় নৈতিক মান লঙ্ঘন করেছেন। তার ফেউ থাই পার্টি এবং অনুতিনের কনজারভেটিভ ভূমজৈথাই পার্টি পূর্বে ফেউ থাই-এর সহযোগী ছিল। কিন্তু সীমান্ত বিবাদের কারণে তারা জোট ত্যাগ করে উভয় দলই পিপলস পার্টির সমর্থন লাভের চেষ্টা করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজবাড়ীর পদ্মাপাড়ে ‘জলকাব্য’ উদ্বোধন : পর্যটনে নতুন সম্ভাবনা
বাকৃবি ছাত্রদলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি প্রকাশ
তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে রাজবাড়ীতে সভা অনুষ্ঠিত
ঢাকার ১০০ স্কুলে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ফ্রি ক্যাম্পেইন শুরু
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
১০