থাইল্যান্ডে ধনাঢ্য ব্যবসায়ীকে প্রধানমন্ত্রী পদে সমর্থন দিল প্রধান বিরোধী দল

বাসস
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ২১:৩২

ঢাকা, ৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য বুধবার রক্ষণশীল ধনাঢ্য ব্যবসায়ী অনুতিন চার্নভিরাকুলকে সমর্থন দিয়েছে দেশটির প্রধান বিরোধী দল, পিপলস পার্টি।

গত সপ্তাহে আদালতের আদেশে বর্তমান প্রধানমন্ত্রীর পদত্যাগের পদক্ষেপ নেওয়ার পর এ ঘোষণা দেওয়া হয়।

ব্যাংকক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

দলীয় প্রধান নাত্থাফং রুয়েংপানিয়েউত সাংবাদিকদের জানান, পিপলস পার্টি তাকে সমর্থন দেওয়ার জন্য রাজি হয়েছে। তাদের ১৪৩ জন আইনপ্রণেতা পার্লামেন্টে তাকে সংখ্যাগরিষ্ঠ সমর্থন দিতে পারেন।

তবে তিনি জানান, তাদের সমর্থন শর্তসাপেক্ষে হবে। অর্থাৎ চার মাসের মধ্যে নতুন নির্বাচনের জন্য পার্লামেন্ট বিলুপ্ত করতে হবে, যাতে ক্ষমতা দ্রুত জনগণের হাতে ফিরিয়ে দেওয়া যায়।

নির্মাণ প্রকৌশল জায়েন্টের উত্তরাধিকারী অনুতিন পূর্বে উপ-প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০২২ সালে তিনি বিনোদনের জন্য গাঁজা আইনসম্মতকরণের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেন।

গত শুক্রবার থাইল্যান্ডের সাংবিধানিক আদালত প্রধানমন্ত্রী পেতংতার্ন শিনাওয়াত্রাকে বরখাস্ত করে। কারণ তিনি কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত বিবাদের সময় নৈতিক মান লঙ্ঘন করেছেন। তার ফেউ থাই পার্টি এবং অনুতিনের কনজারভেটিভ ভূমজৈথাই পার্টি পূর্বে ফেউ থাই-এর সহযোগী ছিল। কিন্তু সীমান্ত বিবাদের কারণে তারা জোট ত্যাগ করে উভয় দলই পিপলস পার্টির সমর্থন লাভের চেষ্টা করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে কবজি কাটা গ্রুপের দুই ভাইসহ ৯ জন গ্রেফতার
একীভূত হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘জননিরাপত্তা বিভাগ’ ও ‘সুরক্ষা সেবা বিভাগ’ 
খুলনায় নিরাপদে সড়ক ব্যবহারের নিয়ম সম্পর্কে শিক্ষার্থীদের অবহিতকরণ কর্মসূচি অনুষ্ঠিত
খালেদা জিয়ার সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
বাংলাদেশে শ্রম পরিবেশের উন্নতির প্রশংসা করলেন জাপানি এমপিরা
বৃষ্টিতে বাংলাদেশ-নেদারল্যান্ডস তৃতীয় টি-টোয়েন্টি পরিত্যক্ত
স্টার্ট-আপ উদ্যোক্তাদের ঋণ দিতে ২০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চুক্তি
সামাজিক নিরাপত্তা শুধু একটি দাতব্য খাত নয় মানবিক অঙ্গীকার : সমাজ কল্যাণ উপদেষ্টা
থাইল্যান্ডে ধনাঢ্য ব্যবসায়ীকে প্রধানমন্ত্রী পদে সমর্থন দিল প্রধান বিরোধী দল
কিম-পুতিন সাক্ষাৎ, রাশিয়ায় উত্তর কোরিয়ার সৈন্যের কাজের প্রশংসা
১০