ঢাকা, ৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ বুধবার উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে কুর্স্ক অঞ্চল থেকে ইউক্রেনীয় সৈন্যদের সরিয়ে দিতে রাশিয়াকে সাহায্য করার জন্য ধন্যবাদ জানিয়ে বলেছেন, তারা (উত্তর কোরিয়ার সৈন্যরা) বীরত্বপূর্ণভাবে লড়াই করেছে।
চীনের রাজধানী বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
বেইজিংয়ে কিম জং উনের সঙ্গে এক বৈঠকে পুতিন উত্তর কোরিয়ার আস্থা ও বন্ধুত্বের প্রশংসা করেন। তিনি বলেন, ‘রাশিয়ার পক্ষে সৈন্য পাঠানোর সিদ্ধান্তটি ছিল উত্তর কোরিয়ার নেতার।’ এজন্য কিমকে ধন্যবাদ জানান তিনি।
সাড়ে ৩ বছর আগে ইউক্রেনে রুশ আক্রমণ শুরুর পর থেকে উত্তর কোরিয়া রাশিয়ার অন্যতম প্রধান মিত্র হয়ে ওঠে। গত বছর কিয়েভের আকস্মিক পাল্টা আক্রমণের পর ক্রেমলিনকে রাশিয়ার পশ্চিমাঞ্চল থেকে ইউক্রেনীয় বাহিনীকে তাড়িয়ে দিতে সাহায্য করার জন্য কয়েক হাজার সৈন্য ও কনটেইনার বোঝাই অস্ত্র পাঠায় উত্তর কোরিয়া।
কিম জং উনের সঙ্গে বৈঠকে পুতিন বলেন, ‘এটি আমাদের নতুন চুক্তির সঙ্গে পুরোপুরি সঙ্গতিপূর্ণ ছিল। আমি মনে রাখবো যে, আপনার সৈন্যরা সাহসিকতার সঙ্গে এবং বীরদর্পে লড়াই করেছে। আপনার সশস্ত্র বাহিনী এবং আপনার সেনাদের পরিবারের ত্যাগ আমরা কখনো ভুলব না।’