কর ফাঁকি: এস আলমের ২ ছেলেসহ ১০ জনের বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন

বাসস
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩৯

ঢাকা, ৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): প্রায় ৭৫ কোটি টাকা কর ফাঁকির অভিযোগে আলোচিত শিল্পগ্রুপ এস আলমের কর্ণধার সাইফুল আলমের দুই ছেলেসহ মোট দশজনের বিরুদ্ধে মামলা অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বুধবার দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন সাংবাদিকদের জানান, আসামিদের মধ্যে রয়েছেন- সাইফুল আলমের ছেলে আশরাফুল আলম ও আসাদুল আলম মাহি, সাবেক উপ-কর কমিশনার আমিনুল ইসলাম এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাত কর্মকর্তা।

ব্যাংক কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. হেলাল উদ্দিন, শাখা প্রধান মুহাম্মদ আমির হোসেন, সাবেক এসএভিপি মো. আহসানুল হক, সাবেক এসএভিপি রুহুল আবেদীন, কর্মকর্তা শামীমা আক্তার, মো. আনিস উদ্দিন এবং গাজী মুহাম্মদ ইয়াকুব।

অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পরের যোগসাজশে জাল-জালিয়াতির মাধ্যমে ভুয়া পে-অর্ডার সৃষ্টি করে তা বৈধ হিসেবে ব্যবহার করেন। তারা ৫০০ কোটি টাকার অপ্রদর্শিত অর্থ বৈধ করার জন্য ১২৫ কোটি টাকা আয়কর পরিশোধ করার কথা থাকলেও মাত্র ৫০ কোটি টাকা পরিশোধ করেন। ফলে সরকারের রাজস্ব ক্ষতি হয়েছে ৭৫ কোটি টাকা। 

দুদক জানায়, মামলাটি দন্ডবিধির ৪০৯/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারায় এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় দায়ের করার অনুমোদন দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহীতে সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
পটুয়াখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে এক ব্যক্তির কারাদণ্ড
নারী ও শিশু নির্যাতন বন্ধে তরুণদের প্রতিরোধ গড়ে তুলতে হবে: সমাজ কল্যাণ উপদেষ্টা
নেত্রকোণায় সাদা মাটির পাহাড়ে দিনব্যাপী কবিতা উৎসব
রংপুরে আট দিনব্যাপী বইমেলা শুরু
ফেনীতে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত
চুক্তি চূড়ান্ত করতে চাপের মুখে দেশগুলো, কপ৩০ সম্মেলনে ফিরছেন লুলা
নাটোরে ৫ কোটি ১১ লাখ টাকার কৃষি প্রণোদনা প্রদান 
যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে পারমাণবিক চুক্তি, এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি অনুমোদন : হোয়াইট হাউস
ইউক্রেনের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র অর্ডার অনুমোদন যুক্তরাষ্ট্রের
১০