পাকিস্তানকে হারিয়ে ফাইনালের পথে আফগানিস্তান

বাসস
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৩

ঢাকা, ৩ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : সেদিকুল্লাহ আতাল ও ইব্রাহিম জাদরানের জোড়া হাফ-সেঞ্চুরির পর বোলারদের দারুণ নৈপুন্যে পাকিস্তানকে ১৮ রানে হারিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে পথে এগিয়ে গেল আফগানিস্তান। প্রথম পর্বে পাকিস্তানের কাছে ৩৯ রানে হেরেছিল আফগানিস্তান।

লিগ পর্বে ৩ ম্যাচ শেষে ৪ পয়েন্ট আছে পাকিস্তান ও আফগানিস্তানের। টুর্নামেন্টের আরেক দল স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ২ ম্যাচ খেলে এখনও পয়েন্টের দেখা পায়নি। আরব আমিরাত আর এক ম্যাচ হারলেই ফাইনাল নিশ্চিত হবে পাকিস্তান ও আফগানিস্তানের। নিজেদের শেষ দুই ম্যাচে জয় পেলে ফাইনালে খেলার সম্ভাবনা জাগবে আরব আমিরাতের।   

গতরাতে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ১০ রানে প্রথম উইকেট হারায় আফগানিস্তান। ৮ রান করে সাজঘরে ফিরেন ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। 

এরপর দ্বিতীয় উইকেটে পাকিস্তানের বোলারদের উপর আধিপত্য বিস্তার করে খেলেছেন আতাল ও ইব্রাহিম। 

দু’জনের ৮০ বলে ১১৩ রানের জুটিতে লড়াকু পুঁজির ভিত পায় আফগানরা। ২০ ওভারে ৫ উইকেটে ১৬৯ রান করে তারা। 

৩টি করে চার-ছক্কায় ৪৫ বলে ৬৪ রান করেন আতাল। ৮ চার ও ১ ছক্কায় ৪৫ বলে ৬৫ রান করেন জাদরান। ফাহিম আশরাফ ২৭ রানে ৪ উইকেট নেন। 

জবাবে খেলতে নেমে শুরুতে আফগানিস্তান পেসার ফজলহক ফারুকির তোপে পড়ে ২৯ রানে ২ উইকেট হারায় পাকিস্তান। শাহিবজাদা ফারহান ১৮ ও সাইফ আইয়ুব খালি হাতে ফারুকির শিকার হন। 

তৃতীয় উইকেটে ফখর জামান ও অধিনায়ক সালমান আঘার ২৬ বলে ৩৩ রানের জুটিতে ২ উইকেটে ৬২ রান তুলে চাপমুক্ত হয় পাকিস্তান। কিন্তু অষ্টম ওভার থেকে আফগানিস্তানের তিন স্পিনার অধিনায়ক রশিদ খান, মোহাম্মদ নবি ও নূর আহমেদের ঘুর্ণিতে ৪৯ রানে ৭ উইকেট পতনে হারের মুখে ছিটকে পড়ে পাকিস্তান। তিন স্পিনার ৬ উইকেট ভাগাভাগি করে নেওয়ায় ১১১ রানে নবম উইকেট হারায় তারা। 

শেষ উইকেটে সুফিয়ান মুকিমকে নিয়ে ১৮ বলে ৪০ রানের অবিচ্ছিন্ন জুটিতে পাকিস্তানকে বড় হারের লজ্জা থেকে রক্ষা করেন হারিস রউফ। ৪টি ছক্কায় ১৬ বলে অপরাজিত ৩৪ রান করেন তিনি। এতে ২০ ওভারে ৯ উইকেটে ১৫১ রান পর্যন্ত যেতে পারে পাকিস্তান। 

আফগানিস্তানের ফারুকি-রশিদ-নূর ও নবি ২টি করে উইকেট শিকার করেন। আফগানিস্তানের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১শ উইকেটের মালিক হয়েছেন ১৩৫ ম্যাচ খেলা নবি। ম্যাচ সেরা হন জাদরান। 

আগামীকাল আরব আমিরাতের মুখোমুখি হবে পাকিস্তান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ক্ষমতার লোভে আওয়ামী লীগ একের পর এক ভুয়া ভোট করেছিল : ড. মঈন খান
সাদা পাথর এলাকায় মঙ্গলবার পর্যন্ত ১৭ লাখ ঘনফুট পাথর প্রতিস্থাপন
সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মুন্সীগঞ্জে জেলা প্রশাসক গোল্ড কাপ টুর্নামেন্টে মিরকাদিম চ্যাম্পিয়ন
অনলাইনে প্রতারণা রুখতে মেটাকে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেবে সিঙ্গাপুর
সুনামগঞ্জে ‘জুলাই’ শহীদের স্মরণে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
দেশের মানুষ আজ মুক্ত বিহঙ্গের ন্যায় স্বাধীনভাবে জীবন যাপন করছে : ব্যারিস্টার মীর হেলাল
জুলাই সনদ চূড়ান্ত করতে জাতীয় ঐকমত্য কমিশনের সভা
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১.৪৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে
উত্তরপত্র মূল্যায়নে ২১ দিনের সময়সীমা বেঁধে দিল জাতীয় বিশ্ববিদ্যালয়
১০