আগামীতে নতুন ফ্যাসিস্ট যেন সৃষ্টি না হয় : চরমোনাই পীর

বাসস
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০০:৪৮

ঢাকা, ৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : নরসিংদীর রায়পুরা পৌরসভা মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এক বিশাল জনসভায় দলের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, আগামীতে নতুন করে কোনো ফ্যাসিস্ট যেন সৃষ্টি না হতে পারে, সে জন্য সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, হাজারো প্রাণের বিনিময়ে দেশ ফ্যাসিস্টমুক্ত হলেও এখনো অনেকে ফ্যাসিস্ট চরিত্র নিয়ে মাথা চাড়া দিয়ে উঠছে। তবে এ দেশের মানুষ জীবন দিতে ও ভয়কে জয় করতে শিখেছে, কাউকে আর দাবিয়ে রাখা যাবে না।

তিনি আরও বলেন, জনগণ বিভিন্ন আদর্শ ও দলের রাষ্ট্র পরিচালনা দেখেছে, এখন ইসলামভিত্তিক রাষ্ট্র গড়ার সময় এসেছে।

সভায় ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন এবং রায়পুরাকে শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

রায়পুরা পৌরসভা মাঠে দুপুর থেকে শুরু হওয়া এ জনসভায় বিকেল নাগাদ মাঠ ছাড়িয়ে আশপাশের রাস্তায় জনতার ঢল নামে।

জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা উত্তর শাখার সভাপতি আব্দুল মতিন (শিপন মোল্লা)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক মাহবুবুর রহমান, মাওলানা গাজী আতাউর রহমান, শাহ ইফতেখার তারিক, আতিকুর রহমান মুজাহিদ, আরিফ বিন মেহের উদ্দিন, মাওলানা শওকত হোসাইন সরকার, আলহাজ্ব আব্দুল ওয়াহাবসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এ সময় রায়পুরা আসনে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী হিসেবে ইসলামী সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাওলানা মুহাম্মদ বদরুজ্জামানকে পরিচয় করিয়ে দেওয়া হলে উপস্থিত জনতা স্লোগানের মাধ্যমে তাকে বরণ করে নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আগামীতে নতুন ফ্যাসিস্ট যেন সৃষ্টি না হয় : চরমোনাই পীর
রাজধানীতে কবজি কাটা গ্রুপের দুই ভাইসহ ৯ জন গ্রেফতার
একীভূত হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘জননিরাপত্তা বিভাগ’ ও ‘সুরক্ষা সেবা বিভাগ’ 
খুলনায় নিরাপদে সড়ক ব্যবহারের নিয়ম সম্পর্কে শিক্ষার্থীদের অবহিতকরণ কর্মসূচি অনুষ্ঠিত
খালেদা জিয়ার সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
বাংলাদেশে শ্রম পরিবেশের উন্নতির প্রশংসা করলেন জাপানি এমপিরা
বৃষ্টিতে বাংলাদেশ-নেদারল্যান্ডস তৃতীয় টি-টোয়েন্টি পরিত্যক্ত
স্টার্ট-আপ উদ্যোক্তাদের ঋণ দিতে ২০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চুক্তি
সামাজিক নিরাপত্তা শুধু একটি দাতব্য খাত নয় মানবিক অঙ্গীকার : সমাজ কল্যাণ উপদেষ্টা
থাইল্যান্ডে ধনাঢ্য ব্যবসায়ীকে প্রধানমন্ত্রী পদে সমর্থন দিল প্রধান বিরোধী দল
১০