বৃষ্টিতে বাংলাদেশ-নেদারল্যান্ডস তৃতীয় টি-টোয়েন্টি পরিত্যক্ত

বাসস
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ২২:০৯ আপডেট: : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ২২:৪৬

ঢাকা, ৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বৃষ্টিতে বাংলাদেশ-নেদারল্যান্ডস তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি পরিত্যক্ত হয়েছে। প্রথম দুই ম্যাচ যথাক্রমে- ৮ এবং ৯ উইকেটে জিতে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৩ ওভারে ৩৯ রান যোগ করেন বাংলাদেশের দুই ওপেনার সাইফ হাসান ও অধিনায়ক লিটন দাস। এরমধ্যে ইনিংসের তৃতীয় ওভারে ৩টি চার ও ১টি ছক্কায় ২২ রান তুলেন লিটন। চতুর্থ ওভারের শুরুতেই আউট হন ৮ বলে ২টি চারে ১২ রান করা সাইফ। 

পঞ্চম ওভারের প্রথম বলের পর বৃষ্টিতে বন্ধ হয় খেলা। ৩৫ মিনিট পর আবারও শুরু হয় খেলা। অষ্টম ওভারে টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১৪তম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন লিটন। বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ১৪টি অর্ধশতকের রেকর্ড গড়েন তিনি। 

নবম ওভারে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। ১৪ বলে ৯ রান করে সাজঘরের পথ ধরেন তাওহিদ হৃদয়। দ্বিতীয় উইকেটে লিটনের সাথে ৩২ বলে ৩৮ রানের জুটি গড়েন হৃদয়। 

দলীয় ৭৭ রানে হৃদয় ফেরার শামিম হোসেনকে নিয়ে ৩৫ বলে ৪৪ রানের জুটি গড়েন লিটন। রেকর্ড হাফ-সেঞ্চুরির পর ইনিংস বড় করার চেষ্টায় ব্যক্তিগত ৭৩ রানে আউট হন লিটন। ৪৬ বল খেলে ৬টি চার ও ৪টি ছক্কা মারেন তিনি। 

১৫তম ওভারে লিটন ও শামিম ফেরার পর বাংলাদেশকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান জাকের আলি ও নুরুল হাসান। পঞ্চম উইকেটে জাকের-নুরুল ২৩ বলে ৪২ রান যোগ করার পর বৃষ্টিতে রাত ৮টা ৩১ মিনিটে বন্ধ হয় খেলা। এসময় ১৮.২ ওভারে ৪ উইকেটে ১৬৪ রান তুলেছিল বাংলাদেশ। 

বৃষ্টি অব্যাহত থাকায় শেষ পর্যন্ত রাত ৯টা ৪২ মিনিটে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। 

১টি করে চার-ছক্কায় জাকের ১৩ বলে ২০ এবং ২টি ছক্কায় নুরুল ১১ বলে ২২ রানে অপরাজিত থাকেন। নেদারল্যান্ডসের কাইল ক্লাইন ৩ উইকেট নেন। 

তিন ম্যাচে ১৪৫ রান করে সিরিজ সেরা হন বাংলাদেশের লিটন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাগুরায় খালে ডুবে ৩ শিশুর মৃত্যু
হবিগঞ্জে দুই মাদক কারবারি আটক 
অনলাইন জুয়ার শীর্ষ এজেন্ট লিপু সহযোগীসহ সাতক্ষীরায় গ্রেপ্তার
জুলাই সনদ বাস্তবায়ন হলে স্বৈরাচারী কাঠামো বিলোপ হবে : বদিউল আলম মজুমদার 
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ
ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
জয়পুরহাটে বিনামূল্যে চক্ষু সেবা
মুন্সীগঞ্জে ইলিশ সংরক্ষণ অভিযানকালে চারব্যক্তির কারাদন্ড
সৈয়দ মনজুরুল ইসলামের প্রতি শিল্পকলা একাডেমির শ্রদ্ধাঞ্জলি
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ে সিলেটে গণমাধ্যম কর্মীদের সাথে পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত
১০