লক্ষ্মীপুর, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, পতিত স্বৈরাচার, তাদের দোসর ও গণতন্ত্রের পুনরুদ্ধারের শত্রুরা দেশে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আইনের আওতায় আনতে হবে।
আজ সোমবার দুপুরে জেলার সদর উপজেলার করাতিরহাট এলাকায় অনুষ্ঠিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
আবুল খায়ের ভূঁইয়া বলেন, বাংলাদেশকে নিয়ে গভীর চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে। সব ষড়যন্ত্র প্রতিহত করে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন ও ২৪-এর গণঅভ্যুত্থানের মতো ঐক্যবদ্ধ থাকতে হবে।
এসময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা (পশ্চিম) বিএনপির সাবেক আহ্বায়ক আবদুল করিম ভূঁইয়া মিজান, সভাপতি মাহবুবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন পাটোয়ারী বিটু, বিএনপি নেতা রাব্বি এলাহী জহির, সাইদুর রহমান ভুট্টু, জামাল হোছাইন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন ও যুবদল নেতা আমির আহমেদ রাজু প্রমুখ।