ট্রাম্পবিরোধী বোল্টনের বিরুদ্ধে গোপন নথি ফাঁসের অভিযোগে মামলা

বাসস
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ১৩:০৫

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৫ (বাসস) :  ডোনাল্ড ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের বিরুদ্ধে গোপন তথ্য ফাঁস ও অপব্যবহারের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার এ মামলা করা হয়। 

খবর বার্তা সংস্থা এএফপি’র।

সাম্প্রতিক সময়েত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের তৃতীয় সমালোচক হিসেবে ফৌজদারি অভিযোগের মুখোমুখি হলেন বোল্টন।

৭৬ বছর বয়সী এই কূটনীতিকের বিরুদ্ধে মেরিল্যান্ড অঙ্গরাজ্যের একটি ফেডারেল গ্র্যান্ড জুরি ১৮টি অভিযোগ এনেছে। যার মধ্যে রয়েছে গোপন নথি স্থানান্তর ও সংরক্ষণ।

৬ পৃষ্ঠার অভিযোগপত্রে বোল্টনের বিরুদ্ধে ইমেলের মাধ্যমে দুই ‘অননুমোদিত ব্যক্তির’ সঙ্গে গোপন নথি শেয়ার করার অভিযোগ আনা হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি।

তবে তারা বোল্টনের স্ত্রী ও কন্যা বলে ধারণা করা হচ্ছে।

অভিযোগে আরও বলা হয়, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সময়কার এক হাজার পৃষ্ঠার বেশি ‘ডায়েরি-জীবন নথি বেসরকারি ইমেল বা মেসেজিং অ্যাপের মাধ্যমে শেয়ার করেছেন তিনি।
 
মার্কিন বিচার বিভাগের দাবী, ওইসব নথিতে ‘ভবিষ্যৎ হামলা, বৈরী রাষ্ট্র এবং পররাষ্ট্রনীতি সম্পর্কিত সংবেদনশীল গোয়েন্দা তথ্য’ ছিল।

প্রতিটি অভিযোগে জন্য সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।

এক বিবৃতিতে অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি সতর্ক করে বলেন, ‘যেই ক্ষমতার অপব্যবহার করে জাতীয় নিরাপত্তা বিপন্ন করবে, তাকে জবাবদিহির আওতায় আনা হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়।’

এদিকে মার্কিন গণমাধ্যমে দেওয়া বিবৃতিতে, সব অভিযোগ অস্বীকার করেছেন বোল্টন। তার দাবী, বিচার বিভাগকে ব্যবহার করে তাকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। 

বোল্টন আরও জানান, এসব অভিযোগ একসময় খারিজ করা হয়েছিল, এখন ফের তা বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে।

অন্যদিকে বোল্টনের মামলা সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে সাংবাদিকদের ট্রাম্প বলেন, তার প্রাক্তন সহকারী ‘খারাপ লোক’ এবং ‘এটাই হওয়ার ছিল।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০