ঢাকা, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার সাবেক মেয়রসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গ্রেফতার ব্যক্তিরা গোয়েন্দা হেফাজতে রয়েছে। যাচাইবাছাই শেষে নাম ও পরিচয় জানানো হবে।
তাদের বিরুদ্ধে মামলা রয়েছে এবং সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে।