রাজউকের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

বাসস
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৭
রাজউক এর সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. ছিদ্দিকুর রহমান। ছবি : সংগৃহীত

ঢাকা, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. ছিদ্দিকুর রহমান সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন।

দুদক জানায়, তিনি দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহার ও অসদাচরণের মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত ৩৬ কোটি ১৫ লাখ ১৭ হাজার ৬৮৫ টাকার সম্পদ অর্জন করেন।

তার নামে খোলা ৩৮টি ব্যাংক হিসাবে সর্বমোট ১৫১ কোটি ৩১ লাখ ২১ হাজার ৯৫৭ টাকা লেনদেন করেছেন। অপরদিকে তার মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ১৯টি ব্যাংক হিসাবে মোট ২৬ কোটি ২৭ লাখ ৫ হাজার টাকা লেনদেন করেছেন। এতে মোট অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন দাঁড়ায় ১৭৭ কোটি ৫৮ লাখ ২৭ হাজার ৬৩১ টাকা।

দুদক জানায়, এ অর্থের অবৈধ উৎস আড়াল করার উদ্দেশ্যে মানিলন্ডারিংয়ের মাধ্যমে রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তর করা হয়েছে।

দুদক জানায়, তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইন এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা মোতাবেক মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নাইজেরিয়ায় ‘দস্যুদের’ হামলায় ৮ নিরাপত্তা কর্মী নিহত
ট্রাম্পবিরোধী বোল্টনের বিরুদ্ধে গোপন নথি ফাঁসের অভিযোগে মামলা
অর্ডন্যান্স ও ইএমই কোরের রিক্রুট ব্যাচ-২০২৫ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত
ইঞ্জিনিয়ার্স ও সিগন্যালস কোরের রিক্রুট ব্যাচের সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত
সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে
রাকসু নির্বাচনে ভিপি জাহিদ, জিএস আম্মার ও এজিএস সালমান
রাজশাহী বোর্ডে ৩৯ জন প্রতিবন্ধী শিক্ষার্থী পাস
সুনামগঞ্জে মহিলা দলের ৩১ দফার লিফলেট বিতরণ
নেত্রকোণায় প্রশাসনের অভিযানে অবৈধ জাল জব্দ
নেত্রকোণায় শরৎ উৎসব অনুষ্ঠিত
১০