ভার্চুয়াল হাজিরা দিলেন ইনু-পলক-আসাদুজ্জামান নূরসহ ৯ জন

বাসস
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৩
কোলাজ : বাসস

ঢাকা, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিভিন্ন অপরাধ সংগঠনের দায়ে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা পৃথক চারটি মামলায় হাইকোর্ট বিভাগের বিচারপতি আকরাম হোসেনের উপস্থিতিতে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরসহ নয়জন ভার্চুয়ালি হাজিরা দিয়েছেন।

আজ কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগার থেকে তাদের ভার্চুয়ালি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালতে হাজির দেখানো হলে আদালত তাদের হাজিরা গ্রহণ করেন বলে বাসসকে নিশ্চিত করেছেন ডিএমপির প্রসিকিউশন বিভাগের এডিসি (প্রশাসন) মাঈন উদ্দিন চৌধুরি।

তিনি বলেন, রাজধানীর যাত্রাবাড়ী, পল্টন, মিরপুর ও হাতিরঝিল থানার পৃথক মামলায় আজ আসামিদের হাজিরার জন্য দিন ধার্য ছিল। পরে আদালত তাদের হাজিরা গ্রহণ করেন।

মাঈন উদ্দিন আরও জানান, হাইকোর্ট বিভাগের বিচারক আকরাম হোসেন চৌধুরি আদালতে উপস্থিত থেকে ভার্চুয়াল হাজিরা তদারকি করেছেন। পাশাপাশি হাজিরা কার্যক্রম দেখে তিনি সন্তোষ প্রকাশ করেছেন।

হাজিরা দেওয়া অপর আসামিরা হলেন-  সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহম্মেদ পলক, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এ বি এম তাজুল ইসলাম, যাত্রাবাড়ী থানায় সাবেক ওসি আবুল হাসান, সাবেক ওসি মাজহারুল ইসলাম ও  পুলিশ কনস্টেবল শোয়াইবুর রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নাইজেরিয়ায় ‘দস্যুদের’ হামলায় ৮ নিরাপত্তা কর্মী নিহত
ট্রাম্পবিরোধী বোল্টনের বিরুদ্ধে গোপন নথি ফাঁসের অভিযোগে মামলা
অর্ডন্যান্স ও ইএমই কোরের রিক্রুট ব্যাচ-২০২৫ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত
ইঞ্জিনিয়ার্স ও সিগন্যালস কোরের রিক্রুট ব্যাচের সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত
সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে
রাকসু নির্বাচনে ভিপি জাহিদ, জিএস আম্মার ও এজিএস সালমান
রাজশাহী বোর্ডে ৩৯ জন প্রতিবন্ধী শিক্ষার্থী পাস
সুনামগঞ্জে মহিলা দলের ৩১ দফার লিফলেট বিতরণ
নেত্রকোণায় প্রশাসনের অভিযানে অবৈধ জাল জব্দ
নেত্রকোণায় শরৎ উৎসব অনুষ্ঠিত
১০