দুর্নীতির মামলায় স্ত্রীসহ সাবেক এনবিআর সদস্য মতিউর কারাগারে

বাসস
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৭
দুর্নীতির মামলায় স্ত্রীসহ সাবেক এনবিআর সদস্য মতিউর কারাগারে। ছবি : বাসস

ঢাকা, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) :  দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় আলোচনায় উঠে আসা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমান এবং তার স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লায়লা কানিজকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

আজ এক দিনের রিমান্ড শেষে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, ১৪ সেপ্টেম্বর তাদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম।

গত ৬ জানুয়ারি ২ কোটি ৪৫ লাখ টাকা গোপন ও ৫৩ কোটি ৪১ লাখ টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক মামলাটি দায়ের করে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, মতিউর রহমান ও লায়লা কানিজের দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে মিথ্যা এবং ভিত্তিহীন তথ্য প্রদান করে ২ কোটি ৪৫ লাখ ৩৪ হাজার ৬১১ টাকা মূল্যমানের সম্পত্তির তথ্য গোপন করার এবং ঘুষ দুর্নীতির মাধ্যমে অর্জিত অপরাধলব্ধ আয়ের মাধ্যমে পারস্পরিক যোগসাজশে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫৩ কোটি ৪১ লাখ ৩৮ হাজার ৩৯৩ টাকা মূল্যমানের সম্পত্তি অর্জন করেন।
চলতি বছর ১৪ জানুয়ারি বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নাইজেরিয়ায় ‘দস্যুদের’ হামলায় ৮ নিরাপত্তা কর্মী নিহত
ট্রাম্পবিরোধী বোল্টনের বিরুদ্ধে গোপন নথি ফাঁসের অভিযোগে মামলা
অর্ডন্যান্স ও ইএমই কোরের রিক্রুট ব্যাচ-২০২৫ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত
ইঞ্জিনিয়ার্স ও সিগন্যালস কোরের রিক্রুট ব্যাচের সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত
সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে
রাকসু নির্বাচনে ভিপি জাহিদ, জিএস আম্মার ও এজিএস সালমান
রাজশাহী বোর্ডে ৩৯ জন প্রতিবন্ধী শিক্ষার্থী পাস
সুনামগঞ্জে মহিলা দলের ৩১ দফার লিফলেট বিতরণ
নেত্রকোণায় প্রশাসনের অভিযানে অবৈধ জাল জব্দ
নেত্রকোণায় শরৎ উৎসব অনুষ্ঠিত
১০