বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন ফাঁসের নামে প্রতারণার অভিযোগে গ্রেফতার ১

বাসস
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩১

ঢাকা, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নামে প্রতারণার অভিযোগে রাজধানীর পল্লবী থেকে মো. স্বাধীন মিয়াকে আজ গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার এন্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ।

ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ডিবির যুগ্ম পুলিশ কমিশনার (সাইবার সিকিউরিটি এন্ড সাপোর্ট) সৈয়দ হারুন অর রশিদ আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান।

যুগ্ম পুলিশ কমিশনার সৈয়দ হারুন অর রশিদ বলেন, সাইবার এন্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের একটি দল সোশ্যাল মিডিয়া মনিটরিং কালে ‘জাহিদ খান অল এক্সাম হেল্পার’ ফেসবুক আইডি থেকে বিভিন্ন নিয়োগ পরীক্ষার যেমন ৪৭তম বিসিএস প্রিলিমিনারি, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসার (এটিও) পদের এমসিকিউ পরীক্ষা ইত্যাদির ‘১০০% কমন অরিজিনাল কপি’ সরবরাহের চটকদার পোস্ট নজরে আসে। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় গ্রেফতারকৃতের অবস্থান শনাক্ত করে পল্লবী থানা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে চারটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ ও আটটি সিম উদ্ধার করা হয়।

সৈয়দ হারুন অর রশিদ বলেন, গ্রেফতারকৃত স্বাধীন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, সোশ্যাল মিডিয়ায় একটি ফেক প্রোফাইল পরিচালনা করে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার কথা বলে অগ্রিম অর্থ নিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিত। সে এভাবে ভুক্তভোগীদের কাছ থেকে বিভিন্ন মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নাইজেরিয়ায় ‘দস্যুদের’ হামলায় ৮ নিরাপত্তা কর্মী নিহত
ট্রাম্পবিরোধী বোল্টনের বিরুদ্ধে গোপন নথি ফাঁসের অভিযোগে মামলা
অর্ডন্যান্স ও ইএমই কোরের রিক্রুট ব্যাচ-২০২৫ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত
ইঞ্জিনিয়ার্স ও সিগন্যালস কোরের রিক্রুট ব্যাচের সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত
সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে
রাকসু নির্বাচনে ভিপি জাহিদ, জিএস আম্মার ও এজিএস সালমান
রাজশাহী বোর্ডে ৩৯ জন প্রতিবন্ধী শিক্ষার্থী পাস
সুনামগঞ্জে মহিলা দলের ৩১ দফার লিফলেট বিতরণ
নেত্রকোণায় প্রশাসনের অভিযানে অবৈধ জাল জব্দ
নেত্রকোণায় শরৎ উৎসব অনুষ্ঠিত
১০