প্রকৌশল পেশাজীবীদের দাবি পূরণে ভিসি-অধ্যক্ষদের সঙ্গে আগামীকাল বৈঠক

বাসস
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০৬

ঢাকা ১৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারীদের তিন দফা এবং ডিপ্লোমা ডিগ্রিধারীদের ছয় দফা পেশাগত দাবিসমূহের যৌক্তিকতা পরীক্ষা-নিরীক্ষা করে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গঠিত কমিটির সভা অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল।

গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবিগুলোর যৌক্তিকতা পরীক্ষা-নিরীক্ষাপূর্বক সুপারিশ প্রণয়নের নিমিত্ত গঠিত কমিটির সদস্য সচিব কাজী মুহাম্মদ মোজাম্মেল হক স্বাক্ষরিত চিঠি সব বিভাগে পাঠানো হয়েছে।

কমিটির সভাপতি এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয় উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সভাপতিত্বে দুপুর আড়াইটায় জনপ্রশাসন মন্ত্রণালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।

চিঠিতে বলা হয়, প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবিসমূহের যৌক্তিকতা পরীক্ষা-নিরীক্ষাপূর্বক সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গঠিত কমিটির সভা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, সারাদেশের আট লক্ষাধিক ডিপ্লোমা প্রকৌশলী ও সাড়ে চার লক্ষাধিক পলিটেকনিক শিক্ষার্থী রয়েছে।

বিভিন্ন দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন তারা। এরই মধ্যে প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবিগুলোর যৌক্তিকতা পরীক্ষা করে সুপারিশ দিতে একটি কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ।

সেই কমিটি বৈঠকে বসছে আগামীকাল। প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের দাবি বাস্তবায়নের পথে হাঁটছে সরকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ট্রাম্পবিরোধী বোল্টনের বিরুদ্ধে গোপন নথি ফাঁসের অভিযোগে মামলা
অর্ডন্যান্স ও ইএমই কোরের রিক্রুট ব্যাচ-২০২৫ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত
ইঞ্জিনিয়ার্স ও সিগন্যালস কোরের রিক্রুট ব্যাচের সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত
সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে
রাকসু নির্বাচনে ভিপি জাহিদ, জিএস আম্মার ও এজিএস সালমান
রাজশাহী বোর্ডে ৩৯ জন প্রতিবন্ধী শিক্ষার্থী পাস
সুনামগঞ্জে মহিলা দলের ৩১ দফার লিফলেট বিতরণ
নেত্রকোণায় প্রশাসনের অভিযানে অবৈধ জাল জব্দ
নেত্রকোণায় শরৎ উৎসব অনুষ্ঠিত
কথা সাহিত্যিক খালেকদাদ চৌধুরীর প্রয়াণ দিবসে স্মরণসভা
১০