ইতালিতে লোক পাঠানোর নামে প্রতারণা : সিআইডির হাতে চক্রের সদস্য আটক

বাসস
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩৬

ঢাকা, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ভুয়া ভিসায় ইতালিতে পাঠানোর নামে শতাধিক মানুষের কাছ থেকে কোটি টাকার বেশি অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের সক্রিয় সদস্য মিলন মিয়া (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।  

ঢাকা মেট্রোপলিটন পুলিশের পল্টন থানায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত আসামি মিলন মিয়াকে গতকাল রাতে ফরিদপুর শহরের চকবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। তিনি ফরিদপুর জেলার সালথা থানার মৃত কালাম মাতব্বরের ছেলে।

সিআইডি জানায়, চক্রটি প্রথমে লোভনীয় বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে ভিক্টিমদের সঙ্গে মোটা অঙ্কের আর্থিক চুক্তি করে। একাধিক ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে চুক্তির অর্থ সংগ্রহ করে। পরবর্তীতে সরবরাহ করা হয় ভুয়া ভিসা এবং অনেক ক্ষেত্রে ভিক্টিমদের পাসপোর্ট আটকে রেখে হয়রানিও করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মিলন মিয়া ভিজিট ভিসায় ইতালিতে লোক পাঠানোর নামে ফরিদপুরের এক ভিক্টিমের সঙ্গে ২২ লাখ টাকার চুক্তি করা এবং অগ্রিম ৭ লাখ টাকা নেওয়া কথা স্বীকার করেছেন। এছাড়াও  জানান তার একাধিক সহযোগী রয়েছে। যারা দেশের বিভিন্ন জেলা থেকে সহজসরল, ভাগ্য পরিবর্তনের আশায় বিদেশ যেতে আগ্রহী ব্যক্তিদের টার্গেট করত।

সিআইডির তদন্তে জানা যায়, ফরিদপুর, নড়াইল, নরসিংদী, কিশোরগঞ্জ, চাঁদপুর, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় এই প্রতারক চক্রের সক্রিয় নেটওয়ার্ক রয়েছে। চক্রের মূল হোতা হিসেবে জোসনা বেগম ও মাহবুব নামের দুই ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে।

বর্তমানে মামলার তদন্ত কার্যক্রম সিআইডি, ঢাকা মেট্রো পূর্ব বিভাগ পরিচালনা করছে। গ্রেফতারকৃত মিলন মিয়াকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে রিমান্ডের আবেদনসহ পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

অপরাধের পূর্ণাঙ্গ তথ্য উদঘাটন, অজ্ঞাত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের স্বার্থে সিআইডির তদন্ত ও অভিযান চলমান রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নাইজেরিয়ায় ‘দস্যুদের’ হামলায় ৮ নিরাপত্তা কর্মী নিহত
ট্রাম্পবিরোধী বোল্টনের বিরুদ্ধে গোপন নথি ফাঁসের অভিযোগে মামলা
অর্ডন্যান্স ও ইএমই কোরের রিক্রুট ব্যাচ-২০২৫ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত
ইঞ্জিনিয়ার্স ও সিগন্যালস কোরের রিক্রুট ব্যাচের সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত
সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে
রাকসু নির্বাচনে ভিপি জাহিদ, জিএস আম্মার ও এজিএস সালমান
রাজশাহী বোর্ডে ৩৯ জন প্রতিবন্ধী শিক্ষার্থী পাস
সুনামগঞ্জে মহিলা দলের ৩১ দফার লিফলেট বিতরণ
নেত্রকোণায় প্রশাসনের অভিযানে অবৈধ জাল জব্দ
নেত্রকোণায় শরৎ উৎসব অনুষ্ঠিত
১০