ঢাকা-সিলেট মহাসড়কের চারলেন প্রকল্পের মূল কাজ ৬ মাসের মধ্যে পুরোদমে শুরু হবে

বাসস
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫৯
আজ জেলা প্রশাসক মো. সারওয়ার আলম নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শনের সময় সাংবাদিকদের সাথে কথা বলেন । ছবি: বাসস

সিলেট, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম ঢাকা-সিলেট মহাসড়কের চারলেন প্রকল্পের সিলেট অংশের জমি অধিগ্রহণ প্রক্রিয়া আগামী তিন মাসের মধ্যে শেষ করার প্রত্যাশা ব্যক্ত করে বলেছেন, আমরা আশাবাদী আগামী পাঁচ থেকে ছয় মাসের মধ্যে সড়কটির মূল কাজ পুরোদমে শুরু হবে।

আজ মঙ্গলবার নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শনের সময় সাংবাদিকদের এসব কথা জানান।

জেলা প্রশাসক বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের চারলেন নির্মাণে সিলেট অংশের কাজ জমি অধিগ্রহণের কারণে দেরি হচ্ছে। সম্প্রতি ঊর্ধ্বতন কর্মকর্তারা সিলেটে এসেছিলেন, আমরা বৈঠক করেছি, আশা করছি- দুই থেকে তিন মাসের মধ্যেই সিলেট অংশের অধিগ্রহণ কাজ শেষ হবে। তিনি জানান, ইতোমধ্যে বিদ্যুৎ ও গ্যাসলাইনসহ ইউটিলিটি সেবার লাইন সরিয়ে নেওয়া হয়েছে। আমরা আশাবাদী আগামী পাঁচ থেকে ছয় মাসের মধ্যে সড়কটির মূল কাজ পুরোদমে শুরু হবে।

প্রসঙ্গত, প্রায় ১৭ হাজার কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পের জন্য সাতটি জেলা থেকে ৮২৯ দশমিক ৮৩ একর জমি অধিগ্রহণ করার কথা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নাইজেরিয়ায় ‘দস্যুদের’ হামলায় ৮ নিরাপত্তা কর্মী নিহত
ট্রাম্পবিরোধী বোল্টনের বিরুদ্ধে গোপন নথি ফাঁসের অভিযোগে মামলা
অর্ডন্যান্স ও ইএমই কোরের রিক্রুট ব্যাচ-২০২৫ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত
ইঞ্জিনিয়ার্স ও সিগন্যালস কোরের রিক্রুট ব্যাচের সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত
সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে
রাকসু নির্বাচনে ভিপি জাহিদ, জিএস আম্মার ও এজিএস সালমান
রাজশাহী বোর্ডে ৩৯ জন প্রতিবন্ধী শিক্ষার্থী পাস
সুনামগঞ্জে মহিলা দলের ৩১ দফার লিফলেট বিতরণ
নেত্রকোণায় প্রশাসনের অভিযানে অবৈধ জাল জব্দ
নেত্রকোণায় শরৎ উৎসব অনুষ্ঠিত
১০