ঢাকা-সিলেট মহাসড়কের চারলেন প্রকল্পের মূল কাজ ৬ মাসের মধ্যে পুরোদমে শুরু হবে

বাসস
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫৯
আজ জেলা প্রশাসক মো. সারওয়ার আলম নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শনের সময় সাংবাদিকদের সাথে কথা বলেন । ছবি: বাসস

সিলেট, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম ঢাকা-সিলেট মহাসড়কের চারলেন প্রকল্পের সিলেট অংশের জমি অধিগ্রহণ প্রক্রিয়া আগামী তিন মাসের মধ্যে শেষ করার প্রত্যাশা ব্যক্ত করে বলেছেন, আমরা আশাবাদী আগামী পাঁচ থেকে ছয় মাসের মধ্যে সড়কটির মূল কাজ পুরোদমে শুরু হবে।

আজ মঙ্গলবার নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শনের সময় সাংবাদিকদের এসব কথা জানান।

জেলা প্রশাসক বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের চারলেন নির্মাণে সিলেট অংশের কাজ জমি অধিগ্রহণের কারণে দেরি হচ্ছে। সম্প্রতি ঊর্ধ্বতন কর্মকর্তারা সিলেটে এসেছিলেন, আমরা বৈঠক করেছি, আশা করছি- দুই থেকে তিন মাসের মধ্যেই সিলেট অংশের অধিগ্রহণ কাজ শেষ হবে। তিনি জানান, ইতোমধ্যে বিদ্যুৎ ও গ্যাসলাইনসহ ইউটিলিটি সেবার লাইন সরিয়ে নেওয়া হয়েছে। আমরা আশাবাদী আগামী পাঁচ থেকে ছয় মাসের মধ্যে সড়কটির মূল কাজ পুরোদমে শুরু হবে।

প্রসঙ্গত, প্রায় ১৭ হাজার কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পের জন্য সাতটি জেলা থেকে ৮২৯ দশমিক ৮৩ একর জমি অধিগ্রহণ করার কথা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাউল আবদুল করিমের শিষ্য বাউল বশির সরকার আর নেই
বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে ভবিষ্যতে আন্তর্জাতিক সহায়তা কমে আসবে : ড. আনিসুজ্জামান চৌধুরী
রাজধানীতে গফরগাঁওয়ের সাবেক মেয়রসহ আওয়ামী লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার
ইয়েমেনে হোদেইদা বন্দরে হুথিদের স্থাপনায় ইসরাইলি হামলা
কেনিয়ায় এক নারী হত্যা মামলায় ব্রিটিশ নাগরিককে গ্রেফতারের নির্দেশ
অভিনেত্রী বনশ্রী আর নেই
এলডিসি থেকে উত্তরণের আগে বাংলাদেশে দৃশ্যমান অগ্রগতি প্রয়োজন : তারেক রহমান
চট্টগ্রাম কাস্টমসে দুদকের অভিযান, ঘুষের টাকাসহ রাজস্ব কর্মকর্তা গ্রেপ্তার
কোনো ষড়যন্ত্রই জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না : ডা. জাহিদ হোসেন
জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে নানা সিদ্ধান্ত
১০