রাজধানীতে গফরগাঁওয়ের সাবেক মেয়রসহ আওয়ামী লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার

বাসস
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২১:৩১

ঢাকা, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : রাজধানীর বিভিন্ন স্থানে সোমবার অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১২ নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

আজ মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে- আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এবং ময়মনসিংহ জেলার গফরগাঁও পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট কায়সার আহম্মদ (৫৭),  বরগুনা জেলার বেতাগী উপজেলার ৫ নং বুড়া মজুমদার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. ইউনুছ আলী ওরফে ইলিয়াস (৫২), গাজীপুর মহানগরের আওয়ামী যুবলীগ নেতা শামীম ওসমান (৩৭), ২৬ নং ওয়ার্ড ওয়েস্ট এন্ড হাই স্কুল ইউনিট ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাহমুদ দেওয়ান শিপু (৩৬), ২৬ নং ওয়ার্ড, ওয়েস্ট এন্ড হাই স্কুল ইউনিট ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. জামিল হোসেন (৩৫), ঢাকা উত্তর  সিটি কর্পোরেশন ৫৩ নং ওয়ার্ড কৃষক লীগের সহ-সভাপতি মো. সোলেমান (৪৪), ঢাকা মহানগর দক্ষিণ ৬৭ নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ইকরামুল হাসান রুবেল (৩৪), টাঙ্গাইল জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক,  ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক, বাসাইল থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং বাসাইল উপজেলার চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম (৫৪), ক্যান্টনমেন্ট থানার বারনটেক ইউনিটের শ্রমিক লীগের সভাপতি ও সম্পাদক মোহাম্মদ খাইরুল ইসলাম ওরফে জুয়েল খাঁ (৪৭), ঢাকা মহানগর ৩৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মো. সজিব খান (৩৩) ও ঢাকা মহানগর দারুসসালাম থানা ৬ নং ইউনিট ও ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আসলাম খান (৪৯) ও কালিয়াকৈর উপজেলা যুবলীগের সভাপতি হিরু মিয়া (৫৬)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের চেষ্টা করেছে এবং দেশকে অস্থিতিশীল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নাইজেরিয়ায় ‘দস্যুদের’ হামলায় ৮ নিরাপত্তা কর্মী নিহত
ট্রাম্পবিরোধী বোল্টনের বিরুদ্ধে গোপন নথি ফাঁসের অভিযোগে মামলা
অর্ডন্যান্স ও ইএমই কোরের রিক্রুট ব্যাচ-২০২৫ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত
ইঞ্জিনিয়ার্স ও সিগন্যালস কোরের রিক্রুট ব্যাচের সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত
সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে
রাকসু নির্বাচনে ভিপি জাহিদ, জিএস আম্মার ও এজিএস সালমান
রাজশাহী বোর্ডে ৩৯ জন প্রতিবন্ধী শিক্ষার্থী পাস
সুনামগঞ্জে মহিলা দলের ৩১ দফার লিফলেট বিতরণ
নেত্রকোণায় প্রশাসনের অভিযানে অবৈধ জাল জব্দ
নেত্রকোণায় শরৎ উৎসব অনুষ্ঠিত
১০