দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভকামনা করেছেন তারেক রহমান

বাসস
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩:৫৯ আপডেট: : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

ঢাকা, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভকামনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

তিনি বলেন, ‘সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান ‘দুর্গাপূজা’ সমাগত। উৎসবের প্রাক্কালে আমি সনাতন ধর্মাবলম্বী ভাইবোনদের আমার আন্তরিক শুভকামনা জানাচ্ছি।’

আজ বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই শুভেচ্ছা জানান তারেক রহমান। তারেক রহমান বলেন, ঐতিহ্যগতভাবে সকলের সহযোগিতায় শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদ্‌যাপনের মাধ্যমে এদেশে ধর্মীয় সম্প্রীতির এক অনুপম দৃষ্টান্ত ইতোমধ্যেই সুপ্রতিষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, কিন্তু সাম্প্রতিক অতীতে পলাতক বিগত স্বৈরশাসনের সুবিধাভোগীরা দুর্গোৎসবের সময় হীন ও অসৎ রাজনৈতিক উদ্দেশ্যে বিভিন্ন অপকর্মের মাধ্যমে একাধিকবার ঐতিহ্যগতভাবে প্রতিষ্ঠিত এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে একটি সংঘাতময় পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালিয়েছে।

তারেক রহমান বলেন, স্বৈরাচারের পতন হলেও তাদের ষড়যন্ত্রের অবসান যে হয়নি তার জলজ্যান্ত উদাহরণ আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি। সুতরাং এবারের শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে এমন যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে আমাদের সর্বোচ্চ সতর্কতা ও প্রতিরোধের প্রস্তুতি রাখতে হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদ দল-বিএনপি, সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকে সমন্বয়ের মাধ্যমে সর্বস্তরের জনগণের সহায়তায় সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনে সর্বোচ্চ সহযোগিতার আহ্বান জানান তিনি। 

তারেক রহমান বলেন, এদেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় অধিকারের প্রতি আমরা শ্রদ্ধাশীল। বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি সুপ্রতিষ্ঠিত রাখতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং তা বিনষ্টকারী যেকোনো ঘৃণ্য অপচেষ্টার বিরুদ্ধে আমাদের অবস্থান দৃঢ় ও সুস্পষ্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নেদারল্যান্ডসের নির্বাচনে জয়ের পথে মধ্যপন্থী দল ডি৬৬: স্থানীয় সংবাদ সংস্থা
কানাডার প্রধানমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ জানালেন সি চিনপিং
লিবিয়া থেকে ফিরলেন ৩১০ বাংলাদেশি
পাচারকালে লালমনিরহাট থেকে বিপুল পরিমাণ রাসায়নিক সার উদ্ধার
আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল দাবিতে ছড়াচ্ছে জামায়াতের কর্মসূচির ভিডিও : রিউমার স্ক্যানার
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে ১৮ জন গ্রেফতার
বগুড়ায় আবারও আন্তর্জাতিক ক্রিকেট ফিরবে : তামিম ইকবাল
ব্লাড ক্যান্সারে মারা গেছেন হাইমচর থানার ওসি মহিউদ্দিন
টেকনাফে দেড় কোটি টাকার ইয়াবা জব্দ কোস্ট গার্ডের
ভোটের নামে জনগণের সঙ্গে কেউ প্রহসনের সুযোগ পাবে না : এটর্নি জেনারেল ‎
১০